আপনার শরীরে থাকা একটা তিল করে দিতে পারে ভাগ্য পরিবর্তন: বলছে জ্যোতিষ বিজ্ঞান

বাংলাহান্ট ডেস্ক: সুকুমার রায়ের ‘গোঁফচুরি’ কবিতাটা পড়েননি এমন মানুষ হয়তো হাতে গোনা। সেই কবিতার বিখ্যাত লাইন, গোঁফের আমি গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা। তবে গোঁফের বদলে সেটা যদি তিল হত তাহলেও কি খুব একটা ভুল হত? ছোটবেলায় স্কুলে শণাক্তকরন চিহ্ন হিসাবে সকলেই তিলের কথাই লিখেছি। শরীরের নানা স্থানের তিল দিয়েই চেনা যায় মানুষকে। তবে এই তিলের অনেক মাহাত্ম্যও রয়েছে। শরীরের বিশেষ বিশেষ জায়গায় তিল থাকলে বদলে যেতে পারে মানুষের ভাগ্যও, একথা বলছে জ্যোতিষ বিজ্ঞান। জেনে নিন, কোথায় কোথায় তিল থাকলে কী কী হতে পারে-

জ্যোতিষবিজ্ঞান বলছে, পুরুষদের শরীরের ডান দিকে ও মহিলাদের বাঁদিকে তিল থাকা শুভ মানা হয়। খনার বচনেও রয়েছে এই তিলের উল্লেখ। যাদের শরীরে ১২টির বেশি তিল রয়েছে সেই ব্যক্তির ভাগ্য খুব একটা সুপ্রসন্ন নাও হতে পারে। পদে পদে দেখা দিতে পারে অর্থসমস্যা।

97ef654b c2a6 49e5 bc86 30f4d93bd1b3

যাদের ডান ভ্রূতে তিল রয়েছে তাদের দাম্পত্য জীবন খুবই সুখের হয়। বাম ভ্রূতে তিল থাকলে দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব হয়। তবে ভ্রূতে তিল থাকলে সেই ব্যক্তির কপালে ভ্রমণ যোগ রয়েছে।

মাথার মাঝখানে তিল থাকা ভালবাসার প্রতীক। মাথার ডান দিকে তিল থাকলে তিনি কোনও একটি বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। এই তিল ধন ও বুদ্ধির চিহ্ন। অপরদিকে বাম দিকে তিল থাকলে তিনি অর্থের অপচয় করেন। যাদের চোখের মণিতে তিল থাকে তারা ভাবুক প্রকৃতির হন। চোখের ডান পাতায় তিল থাকলে তিনি খুব সংবেদনশীল হন। কানে তিল থাকা তিনি দীর্ঘায়ু হন। নাকে তিল থাকা মানে সৌভাগ্যের প্রতীক।

761a8f51 1285 4d75 9169 239479e15ae9

ঠোঁটের উপরে তিল থাকলে তাদের মন ভালবাসায় ভরপুর। তাদের যৌনইচ্ছাও প্রবল হয়। তবে ঠোঁটের নীচে তিল থাকলে তার জীবনে দারিদ্র থাকবে। ডান গালে লাল তিল থাকা মানে শুভ। বাম গালে কালো তিল থাকলে সেই ব্যক্তি নির্ধন হয়।

ডান কাঁধে তিল থাকলে তিনি দৃঢ়চেতা হন। ডান কাঁধে তিল থাকলে তিনি একটুতেই রেগে যান। ডান হাতের পেছেন তিল থাকলে তারা ধনী হন। বাম হাতে তিল থাকলে তিনি কৃপণ হন।

যাদের পায়ে তিল রয়েছে তারা প্রচুর ভ্রমণ করেন। পেটে তিল থাকলে তিনি খাদ্যরসিক হন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর