বাংলাহান্ট ডেস্ক: বহুদিনের প্রতীক্ষার অবসান হল ১৬ জুন। দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘আদিপুরুষ’ (Adipurush)। ওম রাউতের পরিচালনায় রামায়ণ মহাকাব্য অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতি সানন, সইফ আলি খানরা। হাজারো বিতর্ক, আলোচনা সমালোচনার পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেল আদিপুরুষ। আর প্রথম দিনই দর্শকদের অবাক করে এক অতিথির দেখা মিলল প্রেক্ষাগৃহে।
ছবি মুক্তির কিছুদিন আগেই নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছিল, প্রতিটি প্রেক্ষাগৃহে আদিপুরুষ প্রদর্শনের সময়ে একটি করে আসন খালি রাখতে হবে। ওই আসনটি নির্দিষ্ট থাকবে রামভক্ত হনুমানের জন্য। যেহেতু কথিত আছে, যেখানেই রামায়ণ পাঠ হয় সেখানেই হনুমান উপস্থিত হন, তাই নির্মাতাদের তরফে রামভক্ত হনুমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
প্রেক্ষাগৃহে এল বিশেষ অতিথি
নির্মাতাদের উদ্যোগ বিফলে যায়নি। তেলেঙ্গানার এক প্রেক্ষাগৃহে দর্শকদের চমকে দিয়ে সত্যিই উপস্থিত হয় এক হনুমান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, অপারেটর রুম থেকে উঁকি মেরে আদিপুরুষ দেখছে ওই বিশিষ্ট অতিথি। হনুমানটিকে দেখতে পেয়ে প্রেক্ষাগৃহের মধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা।
সিনেমাহলে ‘জয় শ্রী রাম’ ধ্বনি
পর্দায় রাঘবকে দেখতে হাজির স্বয়ং তাঁর ভক্ত হনুমান। অবিশ্বাস্য ঘটনাটি প্রত্যক্ষ করেই আনন্দে শোরগোল ফেলে দেন দর্শকরা। অনেকেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন। কয়েকজন আবার ছবির গানটিও গেয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই অনেকে মন্তব্য করেছেন, স্বয়ং হনুমান ‘আদিপুরুষ’কে আশীর্বাদ করেছেন।
https://twitter.com/iam_raghavan/status/1669567135897763841?s=20
প্রসঙ্গত, মুক্তির ঢের আগে থেকেই আদিপুরুষ ছবিটি নিয়ে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছিল। দর্শকদের উত্তেজনা শেষ পর্যন্ত ধরে রাখতে নির্মাতারাও প্রচেষ্টার কোনো কমতি রাখেননি। শোনা গিয়েছিল, মুক্তির আগেই বাজেটের বেশি টাকাটা তুলে ফেলেছে আদিপুরুষ। এখনো পর্যন্ত দর্শকদের প্রতিক্রিয়াও মন্দ নয়। এবার প্রথম দিনে আদিপুরুষ কেমন ব্যবসা করে সেটা দেখার অপেক্ষা।