বাংলাহান্ট ডেস্কঃ আবারও দুর্নীতির অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। তিন সন্তানের জননীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রূপশ্রী প্রকল্পের (rupashree parakalpa) টাকা ঢোকায় শোরগোল রাজনৈতিক মহলে। কখন এবং কিভাবে এই টাকা ঢুকল নিজেও জানেন না সেই মহিলা।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (murshidabad) সাগরদিঘি থানার কড়াইয়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা বছর ২৮-র রেখা কর্মকার বর্তমানে তিন সন্তানের জননী। কিন্তু তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুলক রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা। সাধারণ এই রূপশ্রী প্রকল্পের অধীনে অর্থ পেয়ে থাকেন বিবাহযোগ্যা কন্যারা। অর্থাৎ, প্রথম বিবাহের আগে আবেদন করলে এই অর্থ পেয়ে থাকেন মেয়েরা। কিন্তু সেই অর্থই পেলেন এক তিন সন্তানের মা।
এই ঘটনার বিষয়ে রেখা কর্মকার জানিয়েছেন, ‘গত বছর সেপ্টেম্বরে আমার নামে টাকা এসেছে বলে, বাড়ি থেকে আধার কার্ড নিয়ে যান সাদ শেখ ও রবিউল শেখ নামে ২ তৃণমূলকর্মী। এমনকি গত ১৫ ই জুন আমার থেকে ৩ টি কাগজে টিপসইও নিয়ে যায় তাঁরা। এরপর ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে আমি জানতে পারি, আমার অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা ঢুকেছে। এমনকি তাঁর থেকে ১০ হাজার টাকা তুলেও নেওয়া হয়েছে। কিন্তু এই টাকা কোথা থেকে এল তা জানতে চাইলে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায় রূপশ্রী প্রকল্পের টাকা এসেছে’।
এই ঘটনার পরই প্রশাসনের দারস্থ হন রেখা কর্মকার। এই ঘটনার প্রসঙ্গে স্থানীয়রা দাবী করেছেন, তৃণমূল নেতৃত্বের সাহায্যে নিয়ে একদল মানুষ সাধারণ মানুষের সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে সাগরদিঘির জয়েন্ট বিডিও তপন জানার বক্তব্য, ‘একজন বিবাহিতা মহিলার অ্যাকাউন্টে কিভাবে রূপশ্রী প্রকল্পের টাকা এল, তা অবশ্যই খতিয়ে দেখা হবে’।