সন্দেশখালি নিয়ে সিনেমা, গ্রেফতারির পর এবার বড়পর্দায় ‘বাদশা’ শেখ শাহজাহান! কবে রিলিস?

বাংলা হান্ট ডেস্কঃ দু’মাস ধরে সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কমবেশি প্রত্যেকেই এই সম্বন্ধে জানেন। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। সিবিআই হেফাজতে দিন কাটছে তাঁর। এবার এই ঘটনাই ফুটে উঠবে বড়পর্দায়। সন্দেশখালির ঘটনা অবলম্বনে বানানো হবে সিনেমা (Sandeshkhali Movie)।

ছবিটি প্রযোজনা করবেন কেওয়াল শেঠি এবং সুমিত চৌধুরী। পরিচালকের আসনে সৌরভ তিওয়ারি। চলতি বছর আগস্ট মাস থেকে সিনেমার কাজ শুরু হওয়ার কথা। মুক্তি পাবে আগামী বছর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে এই ছবির (Movie) পোস্টার। সিনেমার নাম রাখা হয়েছে ‘সন্দেশখালি’। শোনা যাচ্ছে, ছবির কাস্টও চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে কোন চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও ঘোষণা করা হয়নি।

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রকাশ্যে আনা হয় ‘সন্দেশখালি’র প্রথম মোশন পোস্টার। এই বিষয়ে পরিচালক সৌরভ তিওয়ারি (Saurabh Tewari) বলেন, ‘৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিন আমরা ছবির প্রথম মোশন পোস্টার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। মহিলারা যে ভয়ঙ্কর ও আতঙ্কজনক যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন এবং তাঁদের সাহস যাতে সারা বিশ্বের মানুষের কাছে উন্মোচিত হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া’।

আরও পড়ুনঃ কী লুকোতে চাইছেন? কেন লুকোচ্ছেন? SSC-কে তুমুল ভর্ৎসনা হাই কোর্টের, যা হল এজলাসে…

জানুয়ারি মাস থেকে সংবাদের শিরোনামে সন্দেশখালি। ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়ি গিয়ে হামলার মুখে পড়েন ইডি (ED) আধিকারিকরা। মারধর খেতে হয় তাঁদের। এরপর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সন্দেশখালি ঘটনার আঁচ এখন বাংলার গণ্ডি পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। বঙ্গ সফরে এসে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

sandeshkhali movie

সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, ধর্ষণের মতো একাধিক অভিযোগ উঠেছে। ইডি ওপর হামলার ঘটনার ৫৫ দিন পর মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির এই নেতাকে। বর্তমানে সিবিআই (CBI) হেফাজতে আছেন তিনি। বুধবার শাহজাহানের কাস্টডি পাওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই মামলার তদন্তে একাধিকবার সন্দেশখালিও গিয়েছে সিবিআই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর