CBI-র শাস্তির দাবিতে লালনের পরিবারের তরফে দায়ের হল খুনের মামলা! আতঙ্কে কাঁটা গ্রামবাসী

   

বাংলা হান্ট ডেস্কঃ লালন শেখের (Lalan shekh) রহস্য মৃত্যুর পর এলাকায় ক্রমশ্যই চড়ছে আতঙ্কের পারদ। থমথমে রামপুরহাটের (Ranpurhat) বগটুই (Bagtui) গ্রাম চত্বর। সিবিআই (CBI) হেফাজতে থাকাকালীন লালনের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বগটুই সহ গোটা বাংলায়। এদিন সিবিআইয়ের শাস্তির দাবিতে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। অন্যদিকে রামপুরহাট থানায় সিবিআই কর্তাদের বিরুদ্ধে FIR করল লালনের পরিবার। এই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টেও দায়ের হল মামলা।

আত্মহত্যা না খুন? এই প্রশ্নই এখন বারবার চারা দিচ্ছে সকলের মনে। সিবিআই তরফে দাবি গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে লালন। অন্যদিকে তাঁর পরিবারের দাবি নৃশংস কায়দায় খুন করা হয়েছে তাঁকে। অন্যদিকে লালন মৃত্যুর পর থেকেই আতঙ্কে শুকিয়ে রয়েছেন বগটুই গ্রামের বাসিন্দারা।

গ্রামবাসীদের দাবি, বগটুই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা সারুল শেখের জানায় , “আমি হৃদরোগে আক্রান্ত। বগটুই কাণ্ডের পর গ্রামে অশান্তি হয়েছিল। এবার ফের বড় অশান্তির ইঙ্গিত দেখছি। সেদিন দেখলাম লালন স্বাভাবিকভাবে হেঁটেই গ্রামে এল। কিন্তু ওঁর ইশারায়, আকার-ইঙ্গিতে ও বলছিল, সিবিআই ওর উপর মারাত্মক অত্যাচার করছে। যা দেখেশুনে আমার ভয় লাগছে। ”

সংশ্লিষ্ট গ্রামেরই আরেক বাসিন্দা হাসিনা বিবির গলাতেও আতঙ্কের সুর। তিনি জানিয়েছেন, “গত ২৭ থেকে ২৯ তারিখ গ্রামে এসেছে সিবিআই। ওঁর ছেলে আকাশ শেখকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই। তার দাবি, “লালনের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু সেই রাতে তো আকাশ গ্রামেই ছিল না। সিবিআই তুলে নিয়ে যাওয়ার পর থেকে আতঙ্কে ও আর গ্রামে ফেরেনি।”

অন্যদিকে লালনের সঙ্গে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রয়েছে আরেক অভিযুক্ত জাহাঙ্গির শেখ। লালনের মৃত্যুর খবর পেয়ে সিবিআই ক্যাম্পে ছুটে যায় জাহাঙ্গিরের বাবা। হাতজোড় করে সিবিআই আধিকারিকদের কাছে আরজি জানান, “লালনের মতো আমার ছেলেকে মেরে ফেলবেন না।”

lalan shekh

শুধু তাই নয় গ্রামের বাসিন্দাদের তুলে নিয়ে গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাপ দিচ্ছে, সিবিআই এর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ শোনা যাচ্ছে গ্রামের কিছু মানুষের মুখে। সবমিলিয়ে লালনের রহস্য মৃত্যুর পর থেকে আতঙ্কে একেবারে কাঁটা হয়ে রয়েছে বগটুই গ্রামের মানুষজন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর