বাংলাহান্ট ডেস্ক : জি বাংলায় এই মুহূর্তে যতগুলি সিরিয়াল চলছে তার মধ্যে অন্যতম নাম ‘মিঠিঝোরা’ (Mithijhora)। তিন বোনের পারস্পরিক এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের গল্প উঠে এসেছে এই ধারাবাহিকে। রাই, নীলু আর স্রোত প্রত্যেকেই নিজের নিজের ব্যক্তিগত জীবনে প্রতিকূলতার সঙ্গে যুঝে চলেছে। এর মাঝেই আবার নতুন ঝড় নেমে আসতে চলেছে ছোট বোন স্রোত ওরফে স্রোতস্বিনীর জীবনে। তার আর সার্থকের মাঝে তৃতীয় ব্যক্তির আগমনের শঙ্কা প্রবল হয়ে উঠেছে।
স্রোত সার্থকের (Mithijhora) মাঝে আসছে তৃতীয় ব্যক্তি
মিঠিঝোরার (Mithijhora) গল্প অনুযায়ী, ডাক্তারি পড়ুয়া স্রোত। সম্প্রতি তার বিয়ে হয়েছে তারই কলেজের প্রোফেসর সার্থকের সঙ্গে। দুজনে মনে মনে পরস্পরের প্রতি অনুরক্ত হলেও মুখে তা স্বীকার করতে নারাজ। উপরন্তু এই বিয়ের মেয়াদ যে মোটে এক বছর তাও নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে তারা। এদিকে সম্প্রতি গুঞ্জন বলছে, সার্থক আর স্রোতের মধ্যে নাকি আসতে চলেছে এক তৃতীয় নারী।
ফের নয়া সমস্যা স্রোতের জীবনে: নতুন করে জল্পনা শোনা যাচ্ছে, স্রোত আর সার্থকের মাঝে নাকি তৃতীয় ব্যক্তি হিসেবে এন্ট্রি নিতে চলেছে শৌর্যর বোন অর্থাৎ নীলুর ননদ টিয়া। দুজনের মধ্যে নাকি গড়ে উঠতে চলেছে বিশেষ সম্পর্ক, যার জেরে ভাঙন ধরবে স্রোতের বৈবাহিক জীবনে। নেট পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। কিন্তু সত্যিই কি এমন কিছু ঘটবে?
আরো পড়ুন : সলমনের নায়িকা সারা সেনগুপ্ত! বলিউডে কেরিয়ার শুরু করছেন যিশু-নীলাঞ্জনার কন্যা
জল্পনার কারণ কী: আসলে এই গুঞ্জনের সূত্রপাত সার্থক এবং টিয়া ওরফে মৈনাক এবং বর্ণিতার একটি রিল ভিডিও থেকে। ট্রেন্ডিং ‘কিশোরী’ গানের সঙ্গে নেচে রিল বানিয়েছেন দুই অভিনেতা অভিনেত্রী। দেখতে দেখতে সেই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ২০ লক্ষ! আর এই ভাইরাল ভিডিওতে সার্থক টিয়ার রসায়ন দেখেই নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, সিরিয়ালে (Mithijhora) যদি সত্যিই টিয়া সার্থক স্রোতের মাঝে চলে আসে, তাহলে বাস্তবিকই টালমাটাল হয়ে পড়বে স্রোতের জীবনটা।
আরো পড়ুন : বছরের শুরুতেই বিরাট বদল, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ‘গীতা LLB’র প্রোডাকশন হাউস! মনমরা দর্শকরা
এমনিতেই অবশ্য বর্তমানে শিক্ষকতার সুযোগ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ভাবছে সার্থক। এদিকে সেকথা শুনেই মন ভেঙে গিয়েছে স্রোতের। সার্থকেরও যে যাওয়ার একটুও ইচ্ছা নেই তা দর্শকরাও বুঝে গিয়েছেন সাম্প্রতিক পর্বে। এবার সমস্ত দ্বিধা, ইগো কাটিয়ে কবে দুজন পরস্পরকে মনের কথা বলতে পারবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
View this post on Instagram