রেশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, কষ্ট লাঘব হবে কোটি কোটি মানুষের

বাংলাহান্ট ডেস্ক : বায়োমেট্রিক (Biometric) না মিললে আর অসুবিধা নেই। এবার থেকে আঁধার কার্ডের নম্বরের মাধ্যমেই রেশন (Ration) পাওয়া যাবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই, রেশন তোলার ক্ষেত্রে এই নয়া বন্দোবস্তের বিষয়ে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যেতি (Sadhvi Niranjan Jyoti)। সম্প্রতি রাজ্যসভায় নির্দিষ্ট প্রশ্নের জবাবে রেশন ডিলারদের উদ্দেশ্যে এই নতুন ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি।

ইতিমধ্যেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ৯৯ শতাংশ কার্ডের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, পর্যাপ্ত তথ্যের অভাবে রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না আবার বহু ক্ষেত্রে হাতের ছাপ না মেলার মত সমস্যা ও তৈরি হচ্ছে। বহু বয়স্ক নাগরিক থেকে শুরু করে বিবাহবিচ্ছিন্নারাও বায়োমেট্রিক সংক্রান্ত নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ডিলারদের বক্তব্য, অনেক সময়েই ওটিপি যাচাই করে রেশন দেওয়া সম্ভব হচ্ছে না। বহু ক্ষেত্রেই তথ্যঘটিত সমস‌্যা বাড়ছে বৈ কমছে না। তার ফলে রেশন ডিলারদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে এবং বহু গ্রাহক ঠিকমতো রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রেশন ডিলাররা। এই প্রেক্ষিতেই একাধিক সাংসদের প্রশ্নের জবাবে এ নিয়ে মন্ত্রী আধার কার্ডের নম্বর দেখে রেশন দেওয়ার কথা বলে দিয়েছেন।

RATION DISTRIBUTION

 

প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত রেশন বণ্টন পরিষেবায় স্বচ্ছতা আনার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকদের আধার নম্বর যাচাই করে রেশন দেওয়া হচ্ছে। কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যা বাড়ায় বায়োমেট্রিকে ভরসা হারাচ্ছেন অনেকেই। এদিকে, রেশন ডিলারদের পক্ষ থেকে ২২ মার্চ দিল্লিতে সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছে। তিনদিন সেই কারণে ‘পরিষেবা বন্ধ’ রাখার কথা বলা হয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর