বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) এবং ভুটানের (Bhutan) মধ্যেকার সম্পর্ক আরও গভীর হয়ে উঠছে। এই দুই দেশ নিজ মধ্যস্থ সম্পর্কে আরও দৃঢ় করতে ভারতের পশ্চিমবঙ্গের (West bengal) জয়গাও এবং ভুটানের পজাখার মধ্যে ব্যবসায়িক পথ গড়ে তুলেছে। ভুটানে অবস্থিত ভারতের রাজদূত রুচিরা কম্বোজ এক ট্যুইট করে জানিয়েছেন, ‘এই নতুন ব্যবসায়িক সম্পর্কিত পথ সূত্রপাত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত’।
ব্যবসা বাড়াচ্ছে ভারত ভুটান
সূত্র মারফত জানা যায়, করোনা মহামারির মধ্যে দুই দেশের গৃহীত এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। থিম্পু থেকে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারত সরকার ১৫ ই জুলাই হালে, পশাখাতে একটি ব্যবসায়িক পথের সূচনা করেছে। যার ফলে কাচা মাল আমদানী রপ্তানিতে দ্বিপাক্ষিক ব্যবসা বৃদ্ধি করার পাশাপাশি জয়গাও মার্গে চীনের ব্যবসায়ীদের আগমনও বন্ধ করা যাবে। এই পদক্ষেপে চীন এক বড় ঝটকা পেতে চলেছে।
তৈরি হবে সড়ক পথও
পূর্বে ভুটানের উপর দাদাগিরি দেখানো চীনও সরকারকে কড়া জবাব দিয়েছিল ভারত সরকার। বর্তমানে ভারত ভুটানের মধ্যেকার ব্যবসা বৃদ্ধি করা ছাড়াও গোহাটি এবং অরুণাচল প্রদেশের মধ্যবর্তী পথকে এক সড়কের দ্বারা যুক্ত করার আলোচনাও করা হয়েছে। ১৫০ কিমি দূরত্বের অবসান ঘটলে, ভারত চীনের আগেই নিজের সীমান্ত এলাকায় পৌঁছে যেতে পারবে।
ঝটকা খাবে চীন
প্রতিবেশি দেশের উপর সর্বদা অত্যাচার চালানো চীন এবং সম্প্রতি ভারতের সঙ্গে সীমা বিবাদে লিপ্ত চীন এবার পেতে চলেছে বড় ঝটকা। এই রাস্তা নির্মানের ফলে ভারতীয় সেনা অনেকটাই ক্ষমতাবান হয়ে উঠবে। পাশাপাশি ভারত ভুটানের ব্যবসা বৃদ্ধির ফলে, চীন আর্থিক দিক থেকেও জোর ঝটকা খাবে।