করোনার মধ্যে চীনে জন্মাল নতুন বিপদ, মারণ ভাইরাসে ফের আতঙ্ক ছড়াল গোটা বিশ্বে

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাস জনসমক্ষে আসার পর থেকেই বিশ্বজুড়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে চীন। তারা এই ভাইরাসকে সম্পূর্ণ প্রাকৃতিক ভাইরাস বললেও আমেরিকা সহ অনেক দেশেরই অনুমান এ বিষয়ে তথ্য গোপন করছে তারা। এরই মাঝে ফের একবার চীন থেকেই সামনে এলো এক নতুন সংক্রমণের কথা। চীনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাজধানী বেজিংয়ে।

ইতিমধ্যেই এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন চীনের এক পশু চিকিৎসক এবং চিকিৎসা চলাকালীন মৃত্যুও হয়েছে তার। যার জেরে ফের একবার শোরগোল তৈরি হয়েছে এই ভাইরাসটিকে নিয়ে। সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী এই নতুন ভাইরাসটির নাম মাংকি বি ভাইরাস। অর্থাৎ এটি মূলত বানরের শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করে। যদিও এই ভাইরাসটি করোনার মত বিজ্ঞানীদের জন্য নতুন কোন ভাইরাস নয়। ১৯৩২ সালে প্রথমবার এই ভাইরাসের কথা সর্বসমক্ষে আসে। এটিও করোনা ভাইরাসের মতই সংক্রামক। মানুষ থেকে মানুষের মধ্যে এর সংক্রমণ ছড়িয়ে পড়ে।

সংবাদমাধ্যমের রিপোর্টে আরও জানানো হয়েছে, ২৭ মে ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যু হয় ওই চিকিৎসকের। কিন্তু এখান থেকে স্বাভাবিকভাবেই সন্দেহের উৎপত্তি হয়। এতদিন পর্যন্ত বিশ্বের কাছে এই সংক্রমণের কথা জানায়নি কেন চীন? জানা গিয়েছে মার্চের শেষ দিক থেকেই শরীর অসুস্থ বোধ করতে শুরু করেন ওই চিকিৎসক। ক্রমাগত বমি ভাব, জিভের স্বাদ চলে যাওয়া এ ধরনের নানা উপসর্গ ছিল তার।

যদিও চীন জানিয়েছে ওই চিকিৎসকের সংস্পর্শে আসা সকলেই ভালো রয়েছেন। তবে অনেকেই তত্ত্বে নতুন করে বিশ্বাস করতে রাজি নয়। বিশেষত চীনের এতদিন ধরে সংক্রমণের কথা চেপে রাখা সন্দেহ আরও বাড়ছে। এখন আগামী দিনে নতুন কি তথ্য সামনে আসে সেটাই দেখার।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর