বাংলা হান্ট ডেস্কঃ আজকাল চারপাশে যা ঘটছে তা নিমেষে হার মানাবে সিনেমা চিত্রনাট্যকেও। প্রেমিকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সব ভুলে সদ্য অন্য একজনের সাথে বিয়ে করেছিলেন তরুণী। সদ্য বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের বয়স মাত্র ৪ মাস। কাজেই চলছে তাঁদের হানিমুন পিরিয়ড। অন্যদিকে প্রাক্তন প্রেমিকার প্রতি কিছুতেই রাগ কমছে না প্রেমিকের।
নদিয়ায় (Nadia) প্রাক্তন প্রেমিকা এবং তার স্বামীকে কোপ যুবকের
তাঁকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নেওয়ার ব্যাপারটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিল না সে। তাই মনে মনে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল সে। আর সেই প্রতিশোধ স্পৃহা থেকেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেললেন ওই যুবক। প্রাক্তন প্রেমিকা এবং তার স্বামীকে শাস্তি দিতে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর এই ঝাঁপিয়ে পড়ে যুবক।
তারপরে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার (Nadia) পানিনালা এলাকায়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত যুবকের।
জানা যাচ্ছে ,অভিযুক্ত তাপস প্রামাণিক নদীয়ার (Nadia) পানিনালার বাসিন্দা। এলাকারই মেয়ে অদিতি মন্ডলের সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করেছিলেন তিনি। কিন্তু কোনো কারণে তাদের সম্পর্কটা ভেঙে যায়। পরে বনগাঁর বাসিন্দা শুভজিৎ ঘোষের সঙ্গে বিয়ে হয় অদিতির। তারপর থেকেই প্রাক্তনের উপর তাপসের রাগ গিয়েছিল দ্বিগুণ বেড়ে।
আরও পড়ুন: প্রাক্তন সংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতে হঠাৎ ED হানা! চলছে চিরুনি তল্লাশি, কি এমন হল?
মনে মনে প্রতিশোধ নেওয়ার ছক কষছিল সে। বিয়ের পর স্বামীর সঙ্গে বাপের বাড়ি এসেছিলেন অদিতি। সেখানেই সোমবার রাতে তারা স্থানীয় মেলায় গিয়েছিলেন। সেখানকারই একটা দোকানে খেতে ঢুকেছিলেন তারা। তখনই ঘটে যায় অঘটন। প্রতষ্যদর্শীরা জানিয়েছেন আচমকা অদিতি এবং তার স্বামীর দিকে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাপস।
তারপর প্রকাশ্যে তাদের এলোপাথারি কোপাতে শুরু করে সে। রক্তাক্ত অবস্থায় মেলার মধ্যেই লুটিয়ে পড়ে যান দম্পতি। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর হাসপাতালে। কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হতে শুরু করায় নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে। এখন তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে অভিযুক্ত তাপসের খোঁজে চালাচ্ছে পুলিশ।