লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছেন! সোনাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ‍্য ধারায় মামলা দায়ের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের সঙ্গে ভাইরাল বিয়ের ভুয়ো ছবি নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। বিষয়টা নিয়ে সম্প্রতি ফুঁসে উঠেছিলেন তিনি। সে ঝামেলা মিটতে না মিটতেই আবারো আইনি সমস‍্যায় ফাঁসলেন সোনাক্ষী। আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে তাঁর। অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ‍্য ধারায় মামলা দায়ের হয়েছে।

জানা যাচ্ছে, দিল্লির একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন‍্য ৩৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সোনাক্ষী। মোরাদাবাদের কাটঘর পুলিস স্টেশন এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা নামের এক ব‍্যক্তি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে মুখ‍্য অতিথি রূপে হাজির থাকার জন‍্য আমন্ত্রণ জানানো হয়েছিল সোনাক্ষীকে।


আগেভাগে ৩৭ লক্ষ টাকা পারিশ্রমিকও নিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু শেষমেষ উপস্থিত হতে পারেননি তিনি। এবার টাকা ফেরত চেয়েছেন অনুষ্ঠানের আয়োজক। কিন্তু সটান মানা করে দিয়েছেন সোনাক্ষীর ম‍্যানেজার। বেশ কয়েকবার টাকা ফেরত চেয়েও না পাওয়ায় সরাসরি সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন ওই ব‍্যক্তি।

মোরাদাবাদে এসে একবার বয়ান রেকর্ড করেছিলেন বটে সোনাক্ষী, তবে তারপর থেকে আর তাঁর পাত্তা পাওয়া যায়নি। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ‍্য ধারায় সমন জারি করা হয়েছে আদালতের তরফে। তবে বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি সোনাক্ষী।


প্রসঙ্গত, সম্প্রতি সলমনের সঙ্গে ‘বিয়ে’র ভাইরাল ছবি নিয়ে মুখ খোলেন সোনাক্ষী। সেখানে সলমনকে ‘বিবাহিত’ অবস্থায় দেখা গিয়েছে। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা সোনাক্ষীর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। তাঁর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যাচ্ছে সলমনকে।

মুহূর্তের মধ‍্যে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিগুলি। শোনা যায়, দুবাইতে নাকি চুপিচুপি বিয়ে করেছেন সলমন সোনাক্ষী। বিষয়টা নিয়ে মুখ খোলেন সোনাক্ষীও। এতদিন তিনি নীরবই ছিলেন। কিন্তু বিষয়টা যেভাবে বারংবার চর্চায় উঠে আসছে তাতে মুখ না খুলে থাকতে পারেননি অভিনেত্রী। একটি ইনস্টাগ্রাম পেজের তরফে ভাইরাল ছবিটি শেয়ার করে দাবি করা হয়, সলমন ও সোনাক্ষী নাকি লুকিয়ে বিয়ে করেছেন।

সেই পোস্টেরই কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল ছবি ও এডিট করা ছবির মধ‍্যে তফাৎ বুঝতে পারেন না?’ মজার ছলে কথাটা বললেও বিরক্তি ও রাগ লুকাতে পারেননি সোনাক্ষী। একটা স্পষ্টতই ভুয়ো ছবিকে ঘিরে এত চর্চা কীসের সেটাই তিনি বুঝতে পারছেন না।

X