বিরাট সুযোগ! এবার ভারতীয় রেলে ৫৭০০ জন গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য ফের একবার বিরাট সুখবর এল। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে ৫,৭০০ টি শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় রেলের তরফে। দেশের স্থায়ী বাসিন্দা হলেই খুব সহজে এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি, পুরুষ এবং মহিলা উভয়েই এই শূন্যপদের ভিত্তিতে আবেদন করতে পারবেন। মূলত, গ্রূপ ডি পদেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। এমতাবস্থায়, যারা যারা এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাঁদের সুবিধার্থে বর্তমান প্রতিবেদনে আবেদন পদ্ধতি, বয়স, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। তাই, প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন।

মূলত, জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত প্রায় ৫,৭০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদনকারীর বয়স :
এই পদগুলিতে যারা আবেদন করতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে ১৮ বছরের উপরে।

শিক্ষাগত যোগ্যতা: 
উপরিউক্ত গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাশ। এছাড়াও, পদ অনুযায়ী প্রার্থীদের যোগ্যতার বিবরণ অফিসিয়াল নোটিশে উল্লেখ করা আছে।

কীভাবে আবেদন করবেন? 
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রতিবেদনটির শেষে অনলাইন আবেদনের লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশের লিঙ্কটি দেওয়া থাকবে। ওখান থেকেই বিস্তারিত জানতে পারবেন প্রার্থীরা।

আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে প্রথমে আবেদন লিঙ্কটিকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীদের। এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এছাড়াও, কিছু প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি অনলাইনে জমা করার পর ফাইনাল সাবমিট করে প্রিন্ট বের করে নিতে হবে আবেদনকারীকে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল: মাধ্যমিকের অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস ও অন্যান্য।

নিয়োগ প্রক্রিয়া:
মূলত, যোগ্য প্রার্থীদের কয়েকটি ধাপে নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী এই পদে আবেদন করবেন তাঁদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধু ইন্টারভিউ ও কিছু টেস্ট নিয়ে যাচাই করা হবে এবং সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে তাঁদের।

আবেদনের শেষ তারিখ:
ইচ্ছুক প্রার্থীরা ৩০ জুন, ২০২২-এর আগে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

JOB RECRUITMENT

অফিসিয়াল নোটিশের লিঙ্ক:
https://drive.google.com/file/d/1Y24M1oYz-2LntPq7CvFNd236XGFbOgG7/view
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক:
https://nfr.indianrailways.gov.in/


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর