খাটল না শাহ ম্যাজিক, গড়বেতায় বিজেপিকে ছেড়ে তৃণমূলে যোগ দিল বেশকিছু সদস্য

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার বাংলায় অমিত শাহের (Amit Shah) ভার্চুয়াল সভা হতে না হতেই গড়বেতায় বড়সড় ভাঙ্গন ধরল বিজেপিতে। তৃণমূলে (All India Trinamool Congress) যোগ দিল বেশকিছু বিজেপি কর্মী। খাটল না শাহ ম্যাজিক। গড়বেতার ৩ নং ব্লকের বেশকিছু বিজেপি কর্মী যোগ দিল ঘাস ফুল শিবিরে।

অমিত শাহের সভা
দিল্লীতে থেকে ভার্চুয়াল সভা করেছিল অমিত শাহ। ‘করোনা একপ্রেসের করেই বাংলা ছাড়বে তৃণমূল’ গতকালই শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। কিভাবে আসন্ন নির্বাচনে বাংলা থেকে সবুজ মুছে গেরুয়া রঙে রাঙানো যায়, নেওয়া হচ্ছিল সেই প্রস্তুতি। কিন্তু রাত কাটতে না কাটতেই দল ছাড়ল বেশ কিছু সদস্য।

tmc 3

গড়বেতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
গড়বেতার ৩ নং ব্লকের বেশ কিছু কর্মী যোগ দিল তৃণমূলে। বিজেপির পশ্চিম মন্ডলের সহ সভাপতি পবিত্র মণ্ডল, যুব মোর্চার সম্পাদক সাগর দে, সম্পাদক তপন দে এবং বেশ কয়েকজন বুথ সভাপতি গৌর সিং, সদানন্দ দে, শিবদাস প্রামাণিক এবং বেশ কিছু কর্মীরা বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। পশ্চিম মেদিনীপুরের জেলা পারিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরার হাত ধরে জোট বাঁধলেন সবুজ শিবিরে।

জেলা পারিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, বিধায়ক শিউলি সাহা এবং বিধায়ক দীনেশ রায়ের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর ফেডারেশন হলে তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদেরকে দলে স্বাগত জানালেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর