ফের আর জি কর! হোস্টেল রুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী নার্সিং পড়ুয়া

বাংলা হান্ট ডেস্কঃ এখনও পর্যন্ত কাটেনি আরজিকর (RG Kar) কান্ডের রেশ! বিচারও অধরা নির্যাতিতার।এরই মাঝে আবার সেই আরজিকর (RG Kar) কলেজেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাঝরাতে হোস্টেল রুম থেকে উদ্ধার করা হল এক তরুণীর রক্তাক্ত দেহ। জানা যাচ্ছে, হাতের শিরা কেটেই আত্মহত্যার চেষ্টা করেছিল ওই নার্সিং পড়ুয়া।

আবার RG Kar-র হোস্টেল রুম থেকে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ

প্রাথমিক তদন্তে অনুমান রুম মেটদের সাথে বচসার জেরেই নাকি এমন কান্ড ঘটিয়েছেন  নার্সিং-এর তৃতীয় বর্ষের ওই ছাত্রী। পুলিশ সূত্রে খবর, আদতে পুরুলিয়ার বাসিন্দা ওই ছাত্রীর নাম বুল্টি গড়াই। শনিবার মধ্যরাতে ঘড়িতে যখন ঠিক একটা বেজে দশ মিনিট,এমন সময় হোস্টেল রুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বুল্টিকে।

সহপাঠীদের দাবি হোস্টেলের ঘরে আলো জ্বালিয়ে অনেক রাত অবধি পড়াশোনা করতেন বুল্টি। দিনের পর দিন এই ভাবে চলতে থাকায় ঘুমে ব্যাঘাত ঘটায় অন্যান্য রুম-মেটদের সমস্যা হত। যা নিয়ে প্রায়শই  বুল্টির সাথে অন্যান্য রুমমেটদের অসান্তি লেগেই থাকত। একইভাবে শনিবারও বচসা হয় তাদের।

আরও পড়ুন : রেখা পাত্র ‘হেরো মাল’ হলে মমতা নন্দীগ্রামের ‘হেরো ড্যাশ….’,বেলাগাম আক্রমণ শুভেন্দুর

RG Kar

সমাধান চেয়ে তরুণী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ উল্টে তাকেই দোষারোপ করেছিল। এরপর থেকেই ওই তরুণী মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। ওই পড়ুয়ার রুমমেটদের দাবি এই দিনের ঘটনার সময় তারা কেউই ঘরে ছিলেন না। পাশের ঘরে অন্যান্য পড়ুয়াদের সঙ্গে গল্প করছিলেন তারা। পরে বিষয়টি নজরে আসতেই রুমমেটরাই বুল্টিকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যান।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর