বাংলাহান্ট ডেস্ক: পারফিউমের বিজ্ঞাপনে (Perfume Ad) ধর্ষণের ইঙ্গিত (Rape Culture) দিয়ে কুরুচিকর ঠাট্টা করার অভিযোগ নিয়ে সরব বিভিন্ন মহল। এক জনপ্রিয় পারফিউম প্রস্তুতকারক সংস্থার সাম্প্রতিক দুটি বিজ্ঞাপনে কুৎসিত ধর্ষণের ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকারের তরফে নোটিস জারি করে বিজ্ঞাপন দুটি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দিল্লির মহিলা কমিশনের তরফে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে লিখিত ভাবে বিজ্ঞাপনটির ব্যাপারে জানিয়ে আপত্তি প্রকাশ করা হয়। দিল্লির মহিলা কমিশন বিষয়টিতে স্বতঃ প্রণোদিত মামলা দায়ের করে বিজ্ঞাপনটির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্রের কাছে। বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার জন্য এফআইআর দায়ের করার কথাও বলা হয়েছে দিল্লি পুলিসের তরফে।
এরপরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে টুইটার এবং ইউটিউবকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পারফিউম সংস্থার বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার। যে টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি সম্প্রচারিত হয়েছিল সেখান থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে সেটি।
কী এমন বিতর্কিত বিষয় ছিল বিজ্ঞাপনে? প্রথম বিজ্ঞাপনটিতে দুজন ছেলে মেয়েকে বিছানায় বসে থাকতে দেখা যায়। হঠাৎ চারজন ছেলে এসে তাদের জিজ্ঞাসা করে, ‘শট মারলে?’ উত্তরে প্রথম ছেলেটি বলে, ‘হ্যাঁ, মারলাম তো।’ এরপরেই চারজন বলে ওঠে, ‘এবার আমাদের পালা!’
It has come to notice of @MIB_India that an inappropriate and derogatory advertisement of a deodorant is circulating on social media. Ministry has asked Twitter and YouTube to immediately pull down all instances of this advertisement.
1/2 pic.twitter.com/IWuqyhJEmw— PIB India (@PIB_India) June 4, 2022
মেয়েটি ভয় পেয়ে গেলে দেখা যায় ছেলেগুলি ‘শট’ নামে একটি পারফিউমের কথা বলছিল। দ্বিতীয় বিজ্ঞাপনে দেখা যায়, চারজন ছেলে একটি মেয়ের উপরে লুকিয়ে নজর রাখছে। একজন বলে ওঠে, ‘আমরা চারজন, আর এ এক। শট কে মারবে?’ মেয়েটি রীতিমতো ভয় পেয়ে গেলে এখানেও দেখা যায় তারা আসলে ‘শট’ নামে একটি পারফিউমের বোতলের কথা বলছিল।
বিজ্ঞাপনটিতে ঠাট্টার ছলে স্পষ্ট ধর্ষণের ইঙ্গিত দেওয়া বলে অভিযোগ উঠেছে। দিল্লির মহিলা কমিশনের প্রধান অভিযুক্ত পারফিউম প্রস্তুতকারক সংস্থার কঠিন শাস্তির আবেদন জানিয়েছেন। টুইট করে তীব্র ধিক্কার জানিয়েছেন অভিনেতা ফারহান আখতারও।