বন্দুক, বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি! ভাইরাল তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কোনো ঘটনায় ভাইরাল হচ্ছে বিদ্যুৎবেগে। কিছুদিন আগে ইউটিউবার রোদ্দুর রায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা একটি ভিডিও জেরে তাকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতের আদেশ দেওয়া হয়। দেখা যায় ভিডিওটিতে রোদ্দুর রায় মুখ্যমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম সম্পর্কে অশালীন ভাষায় বক্তব্য রাখছেন।

এবার আরও কয়েক ধাপ এগিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে পুলিশ প্রশাসন ও মিডিয়ার উদ্দেশ্যে হুমকি দিতে দেখা গেল দেব বল্লভ নামের বছর তেতাল্লিশের এক ব্যক্তিকে। গত চারদিন ধরে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হাতে বন্দুক, পেট্রোল বোমা, অ্যাসিড ইত্যাদি আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন। তাকে বলতে শোনা যায় তার কাছে যদি কেউ আসে কাউকেই তিনি রেয়াত করবেন না। এমনকি মিডিয়ার লোকজন যদি আসে তাদের কেও তিনি গুলি করবেন।

এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সক্রিয় হয়ে ওঠে পুরাতন মালদার পুলিশ। পুরাতন মালদার মুচিয়ানিমুয়া গ্রামে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার থেকে একটি নাইন এমএম পিস্তল, বোমা সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এত পরিমাণ আগ্নেয়াস্ত্র তিনি কোথা থেকে পেলেন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রায় দুই বছর আগে স্ত্রী রিতা বল্লভের সাথে বিবাহ বিচ্ছেদ হয় দেবের। এরপর থেকেই মানসিক সমস্যা শুরু হয় তার। বাড়ি থেকে বের হতেন না। কারোর সাথে কথা বলতেন না। বর্তমানে রিতা মুচিয়ারা গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদার পুলিশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর