মাত্র ৫০ টাকার বিনিময়ে IPL-এ স্বপ্নের দল গড়েছিলেন বিহারের ব্যবসায়ী, কোটি টাকা পেয়ে উড়েছে ঘুম

বাংলাহান্ট ডেস্কঃ বছর ভোর অপেক্ষার পর ইন্ডিয়ান ক্রিকেট লিগ (IPL)-র উন্মাদনায় মত্ত থাকেন ক্রিকেট প্রেমীরা। এই IPL যেমন ক্রিকেটারদের জীবনের মোড় ঘুরিয়ে সাফল্যের সিঁড়ির সামনে দাঁড় করায়, তেমনই এই খেলার ফলে ভাগ্য বদলে যায় সাধারণ মানুষেরও।

বাস্তবে এমনই কিছুই ঘটল বিহার (bihar) নিবাসী বছর ২৬-র অশোক কুমারের সঙ্গে। বিহারের মধুবনী জেলার নানৌর চকে একটি সালোঁ রয়েছে অশোকের। পেশায় নাপিত অশোক IPL শুরু হতেই মোবাইল গেমে অংশ নিয়ে নিজের ‘ড্রিম টিম’ বানিয়েছিলেন। আর এই প্রতিযোগিতাই জীবন বদলে দেয় অশোকের।

pti07 10 2020 000218b 1603869890

গত ৬ ই সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের খেলা ছিল। আর এই খেলার জন্য আইপিএল ‘ড্রিম ইলেভেন’ প্রতিযোগিতায় নিজের ‘ড্রিম টিম’ তৈরি করেছিলেন অশোক। আর তা থেকেই বিজয়ী হয়ে কোটি টাকা পুরস্কার জিতে নেয় বিহারের অশোক কুমার।

কোটি টাকা জিতে রাতের ঘুম উড়ে গিয়েছে অশোকের। আনন্দে আত্মহারা হয়ে অশোক জানিয়েছেন, ‘মাত্র ৫০ টাকা দিয়ে এই খেলায় অংশ নিয়েছিলাম। ম্যাচ শেষে জানতে পারি আমি প্রথম স্থান অধিকার করে ১ কোটি টাকা জিতেছি। আমাকে বলা হয়েছে, কর বাবদ কিছু অর্থ কেটে নেওয়ার পরও ৭০ লক্ষ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আগামী দুদিনের মধেই। আর এটা শোনার পর থেকে রাতের ঘুম উড়ে গিয়েছে আমার’।

তিনি আরও জানান, ‘এই অর্থ পেয়ে প্রথমে নিজের সমস্ত ধার দেনা মিটিয়ে দেব। তারপর পরিবারের সকলের জন্য একটা বাড়ি বানাব। তবে সেলুনের কাজ আমার পছন্দের, আমার পেশা। কাজ ছাড়ব না, চালিয়ে যাব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর