‘যে হাত খেতে দিচ্ছে, ”বিজেপির এজেন্ট” সেই হাতেই কামড় বসাচ্ছে’- মমতাকে আক্রমণ অধীরের

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী গিয়ে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক, ভবানীপুরে নির্বাচনে প্রার্থী না দেওয়ার পরও, কংগ্রেসকে (congress) আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বন্ধুত্বের সূচনার পূর্বেই, পরতে পরতে অপমানিত হতে হচ্ছে এই প্রাচীন দলকে। এবার মুখের কুলুপ সরিয়ে সরব হলেন অধীর চৌধুরী (adhir chowdhury)।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, ‘দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার কারণেই, রাস্তার সবথেকে বড় বাধা কংগ্রেসকে সরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস যতদিন রয়েছে, ততদিন তিনি বিরোধী জোটের নেত্রী না হতে পারার কারণেই, কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট এবং নেতৃত্বকে ক্রমাগত ছোট করার চেষ্টা করছেন। অন্যদিকে বিরোধী ঐক্যকে নষ্ট করে, বিজেপির উদ্দেশ্য মত কংগ্রেস-মুক্ত ভারত গড়ারই কাজ করছেন তিনি’।

Adhir Ranjan Chowdhury

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির এজেন্ট বলে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘ইডি এবং সিবিআই-র হাত থেকে নিজের পরিবার এবং দলের নেতাদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বিজেপির ”ট্রয়ের ঘোড়া” হল মমতা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ওনাকে ভরাস করা যায় না, তাই তাঁকে বিরোধী ঐক্য গঠনের থেকে দূরে রাখতে হবে। যে হাত তাঁকে খেতে দিচ্ছে, মমতা সেই হাতেই কামড় বসাতে চাইছেন’।

প্রসঙ্গত, জাতীয় স্তরে সোনিয়ার ডাকা বৈঠকে নাকচ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লী গিয়ে যে মোদী বিরোধী জোটের আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই জোট গঠনের পূর্বেই বাংলার একাধিক মঞ্চ থেকে কংগ্রেসকে তুলোধনা করতে শোনা গিয়েছে কখনও মুখ্যমন্ত্রীর গলায়, তো আবার কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। যা নিয়ে কিছুটা ক্ষোভের জন্ম হয়েছে কংগ্রেসের মনে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর