পর্যটকদের জন্য দুর্দান্ত পদক্ষেপ! এবার সস্তায় ঘুরে আসুন ভুটান, সরকার দিচ্ছে বিশেষ সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: পর্যটকদের (Tourists) জন্য এবার একটি দারুণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভুটানের (Bhutan) পর্যটন বিভাগের তরফে পর্যটকদের জন্য বাধ্যতামূলক ভ্রমণ বীমার (Travel Insurance) প্রয়োজনীয়তার নিয়মকে তুলে দেওয়া হল। মূলত, এই ভ্রমণ বীমা চালু করা হয়েছিল করোনা মহামারী চলাকালীন। বিশেষ করে চিকিৎসার ব্যায়গুলি কভার করার লক্ষ্যেই এটির প্রবর্তন করা হয়। তবে এবার, সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হওয়ার পাশাপাশি ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সহজ এবং মসৃণ করে তুলতে এই ভ্রমণ বীমার প্রয়োজনীয়তা হারিয়েছে বলেই মনে করা হচ্ছে।

এমতাবস্থায়, ভুটান কর্তৃপক্ষের তরফে ২০২৪-এর ২৩ এপ্রিল এই ঘোষণা করা হয়। তবে, ভ্রমণ বীমা বাধ্যতামূলক না থাকলেও পর্যটন বিভাগ এটা সুপারিশ করেছে যে এটি পর্যটকদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রয়ে গেছে। এই বিষয়টি পরিপ্রেক্ষিতে, সংশ্লিষ্ট বিভাগের তরফে জানানো হয়েছে, “পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণের সুবিধার বিষয়টি মাথা রেখে ভিসা প্রক্রিয়াকরণের জন্য দ্রুত ভ্রমণ বীমার বাধ্যতামূলক প্রয়োজনীয়তা প্রত্যাহার করা হয়েছে। তবে, কোনো আন্তর্জাতিক ভ্রমণের সাথে যুক্ত জরুরি অবস্থায় সতর্কতা হিসেবে পর্যটকদের ভ্রমণ বীমা থাকা বাঞ্ছনীয়।”

Good news for tourists! Now visit Bhutan at low cost.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে পর্যটকদের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ভুটান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই পর্যটকদের দৈনিক ফি ১০০ ডলার করা হয়েছে। গ্লোবাল টুরিস্টদের ক্ষেত্রে এই ফি-এর পরিমাণ ছিল দ্বিগুণ। মূলত, করোনার মতো ভয়াবহ মহামারীর পরে দেশের পর্যটন শিল্পকে পুনরুদ্ধার করার লক্ষ্যে এবং পর্যটকদের আকৃষ্ট করতে ভুটান সরকার বেশ কিছু নতুন ঘোষণাও করেছে।

আরও পড়ুন: পাকিস্তানিদের জন্য ফের দেবদূত হয়ে উঠল ভারতীয় নৌসেনা! জরুরি বার্তা পেয়েই বাঁচাল জীবন

যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পর্যটকদের দৈনিক ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার করা। যেটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হয়ে গিয়েছে। পাশাপাশি এই নিয়ম ২০২৭ সাল পর্যন্ত বৈধ থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভুটানে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম ৩ মাসে ২৫,০০৩ জন পর্যটক ভুটান ভ্রমণ করেছেন। গতবছরের এই সময়ের তুলনায় এহেন পরিসংখ্যান যথেষ্ট বেশি। কারণ গত বছরের প্রথম ৩ মাসে এই পরিসংখ্যান ছিল মাত্র ১২,৬৯৬ জন।

আরও পড়ুন: ভোটের আগেই পুঞ্চে বিমান বাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলা! আহত একাধিক সেনা, চলছে তল্লাশি অভিযান

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল শুধুমাত্র গত মার্চ মাসেই ভুটানে বেড়াতে গিয়েছিলেন ১৫,০০০ পর্যটক। যার মধ্যে ৬০ শতাংশ ছিল ভারতের। এদিকে ভারত ছাড়াও, আমেরিকা থেকে শুরু করে চিন, ব্রিটেন, সিঙ্গাপুর জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসেছিলেন ভুটানে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর