ভোটের আগেই পুঞ্চে বিমান বাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলা! আহত একাধিক সেনা, চলছে তল্লাশি অভিযান

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ফের জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) আবারও নৃশংস হামলা চালিয়েছে জঙ্গিরা। পুঞ্চ জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। ভয়াবহ এই হামলায় ৫ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকায় একটি ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করেছে। কনভয়ে থাকা ভারতীয় বিমান বাহিনীর গাড়িগুলিকে শাহসিতারের কাছে জেনারেল এলাকায় বিমান ঘাঁটির ভেতরে সুরক্ষিত করা হয়েছে।

এদিকে, হামলার পর সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে, তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। যদিও, এখনও পর্যন্ত কতজন ভারতীয় সেনা আহত হয়েছেন তার পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তথ্য অনুযায়ী, সন্ত্রাসবাদীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কনভয়ে চলাচলকারী যানবাহণগুলিতে গুলির একাধিক চিহ্ন দেখা গেছে।

কোথায় এবং কোন সময়ে হামলা হয়: ইতিমধ্যেই তল্লাশি অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে সুনারকোটের সেনাই গ্রামে। সূত্রের খবর, সন্ধ্যে সাড়ে ৬ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। উল্লেখ্য, আগামী ২৫ মে অনন্তনাগ-রাজৌরি-পুঞ্চ লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, আহত সেনাদের চিকিৎসার জন্য উধমপুরের সৈনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁদের চিকিৎসা করছেন। এদিকে, এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: পেঁয়াজ নিয়ে বড় স্বস্তি দিল সরকার! নেওয়া হল বিরাট পদক্ষেপ, জারি সার্কুলার

এই অঞ্চলে বছরের সবচেয়ে বড় হামলা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকা প্রায়ই সন্ত্রাসবাদীদের টার্গেটে থাকে। গত বছরও এই এলাকা সেনাবাহিনীর ওপর ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলার সাক্ষী ছিল। উল্লেখ্য যে, এটি এখনও পর্যন্ত এই বছরে অর্থাৎ ২০২৪ সালে এই অঞ্চলে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মলদ্বীপ! চিনের গুপ্তচর জাহাজের পর দ্বীপরাষ্ট্রে পৌঁছল তুরস্কের যুদ্ধজাহাজ

এই প্রসঙ্গে নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন যে, ভারতীয় বিমান বাহিনীর কনভয় জেলার সুরনকোট এলাকার সানাই টপের দিকে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসবাদীরা কনভয়ের অন্তর্ভুক্ত দু’টি গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর