হিরো! গন্ধ শুঁকে ১২ কিলোমিটার দূরে লুকিয়ে থাকা খুনিকে ধরিয়ে দিল কুকুর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কুকুরের ঘ্রাণশক্তি যে কতখানি প্রখর তা আমরা সকলেই জানি। আর এই ঘ্রাণ শক্তির জন্যই পুলিশ মহলে কুকুরের অবদান অনস্বীকার্য। এবার গন্ধ শুঁকে ১২ কিলোমিটার দূরে লুকিয়ে থাকা অপরাধীকে ধরিয়ে দিল কর্ণাটকের এক স্নিফার কুকুর।

গত ১০ জুলাই টাকা ধার নিয়ে দুই ব্যক্তি বচসায় জড়িয়ে পড়ে। বচসার মধ্যেই পুলিশ স্টেশন থেকে চুরি করা রিভলবার নিয়ে একজন অপরজনকে গুলি করে। গুলিবিদ্ধ চন্দ্রা নায়েকের মৃত্যু হয়৷ এই খুনের মামলায় নেমে পুলিশ কিছুতেই অভিযুক্তকে খুঁজে পাচ্ছিল না৷ ঘটনাস্থলে পুলিশের স্নিফার ডগ ১০ বছরের ডোবারম্যান টুঙ্গাকে হাজির করা হয়।

গন্ধ অনুসরণ করে টুঙ্গা ছুটতে থাকে, এবং ১২ কিলোমিটার দূরের একটি বাড়ির সামনে এসে উপস্থিত হয়। সেখান থেকেই অভিযুক্ত চেতনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের বয়ান অনুযায়ী, চেতন তার ‘বন্ধুর’ কাছ থেকে ১.7 লক্ষ টাকা ধার নিয়েছিল, যে তাকে টাকা ফেরত দিতে বলা হয়েছিল। কিছুদিন পর চন্দ্র নায়ক তার অপরাধমূলক রেকর্ড সম্পর্কে জানতে পেরেছিলেন এবং তাকে পুলিশদের সামনে তুলে ধরবেন এই বলে হুমকি দিলে চেতন গুলি চালিয়ে তাকে খুন করে।

এই মুহুর্তে টুঙ্গাকে নিয়ে উচ্ছ্বসিত কর্ণাটক পুলিশ। তাকে বিশেষ সম্মানও জানানো হয়েছে৷ অতিরিক্ত ডিজিপি (কর্ণাটক) অমর কুমার পান্ডে বলেছেন, “সে আমাদের নায়ক। তাই আমি তাকে সম্মান জানাতে সেখানে (ডেভনগরে) গিয়েছিলাম”। টুঙ্গার ট্র‍্যাক রেকর্ডটিও যথেষ্ট আকর্ষণীয়, এখনো পর্যন্ত টুঙ্গা 50 টি হত্যা মামলা এবং 60 টি চুরি সমাধানে সহায়তা করেছে।

X