ভাইরাল ভিডিওঃ ৭২ বছরের বৃদ্ধকে পাহাড়ি রাস্তায় কাঁধে করে ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছে দিলেন জওয়ান

বাংলা হান্ট ডেস্কঃ দেশের সেবায় কখনও ঠান্ডা বরফের মধ্যে দাঁড়িয়েও দায়িত্ব পালনে অবিচলিত থাকেন তারা। কখনও আবার দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দুটুকু বলিদান। তাদের জন্যই নিশ্চিন্তে ঘুমাতে পারি আমরা। ভারতীয় কর্মবীর সেনারা যে দায়িত্বশীলতার এক প্রধান উদাহরণ এই নিয়ে কোন সন্দেহ নেই। ফের একবার এমনই এক ঘটনা সামনে এলো সোশ্যাল মিডিয়ায়। যা ভারতীয় সেনানীদের জন্য গর্ব আরও বাড়িয়ে দেয়।

সারাদেশে এখন লড়ছে করোনার সঙ্গে। আর এই মারণ ভাইরাসের কামড় থেকে বাঁচতে সবচেয়ে বড় উপায় হলো ভ্যাকসিন। কিন্তু একদিকে যেমন মানুষের মধ্যে সচেতনতার অভাব, উপযুক্ত পরিমাণে ভ্যাকসিন না মেলা ভ্যাকসিনেশনের গতিকে কিছুটা ধীর করেছে, তেমনি অন্যদিকে কোথাও কোথাও ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছানোই একটা বড় দায়। বিশেষত জম্মু-কাশ্মীরের মত এলাকায় অনেক ক্ষেত্রেই ভ্যাকসিন কেন্দ্রগুলি পাহাড়ের উপরে। বৃদ্ধ মানুষদের পক্ষে সেখানে পৌঁছনো একটা বড় চ্যালেঞ্জ। এবার সেই কাজেই সাহায্যে এগিয়ে এলেন এক পুলিশকর্মী।

মোহন সিং (Mohan Singh) নামের ওই পুলিশকর্মী জম্মু-কাশ্মীরের রিয়াসির বাসিন্দা আব্দুল গনিকে (Abdul Goni) কাঁধে করে বয়ে নিয়ে যান ভ্যাকসিন কেন্দ্রে। বয়স্ক আব্দুল গনির পক্ষে পাহাড়ের উপরে ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছানো সম্ভব ছিল না। আর সেই কাজেই তার পাশে এগিয়ে আসেন ওই পুলিশকর্মী। পাহাড়ি দুর্গম রাস্তায় ৭২ বছরের বৃদ্ধকে কাঁধে করে বয়ে নিয়ে ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছান তিনি।

তার এই সেবামূলক কাজের প্রশংসায় এখন রীতিমতো মত্ত নেটিজেনরা। টুইট করে মোহনকে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও (Jitendra Singh)। তিনি লেখেন, “আমাদের এই সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য গর্বিত। যেমন এসপিও মোহন সিং যিনি ৭২ বছরের এক বৃদ্ধকে কাঁধে করে ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছে দিলেন ভ্যাকসিনেশনের জন্য।” একইসঙ্গে ইন্ডিয়া ফাইটস করোনা এই হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি। মোহনের এই দায়িত্বশীলতাকে স্যালুট জানিয়েছেন সকলেই। অনেকের মতে এই বৃদ্ধকে নতুন মনোবল দিতে সাহায্য করলেন মোহন।

 


Abhirup Das

সম্পর্কিত খবর