২০ কোটির বাড়ি কিনতে গিয়ে মাত্র হাজার টাকায় মালিক হলেন দরিদ্র দম্পতি, এভাবে বদলে গেল ভাগ্য

বাংলা হান্ট ডেস্ক: কার ভাগ্যে (Luck) কি রয়েছে সেটা কেউই বলতে পারেন না। আর তাই তো ভাগ্যের ফেরে কেউ ধনকুবের থেকে হয়ে যান সর্বহারা আবার কেউ কেউ চরম দারিদ্রতার মধ্যে থেকেই হয়ে যান কোটিপতি! এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন এক দম্পতির (Couple) প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁরা ভাগ্যের জোরেই রীতিমতো এক নজির তৈরি করে ফেলেছেন।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, UK-র কেন্টে অবস্থিত একটি বিলাসবহুল বাড়ি মাত্র এক হাজার টাকায় নিজেদের নামে পেয়েছেন ওই দম্পতি। যদিও, ওই বাড়ির আসল মূল্য জানলে চোখ কপালে উঠবে। কারণ, বাড়িটির মূল্য প্রায় প্রায় কুড়ি কোটি টাকা। এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো সাড়া পড়ে যায় সর্বত্র।

মূলত, জেড এবং তাঁর পার্টনার একটি লাকি ড্রয়ের মাধ্যমে কিংসডাউনে এই সম্পত্তিটি জিতে যান। তবে, বর্তমানে ওই বাড়ি বিক্রি করে অর্থ উপার্জনের চেষ্টা করছেন ওই দম্পতি। আর সেইকারণেই বিলাসবহুল বাড়িটিকে ফের বিক্রির জন্য রাখা হয়েছে। এদিকে, জানা গিয়েছে, মাত্র এক হাজার টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে লাকি ড্রয়ে অংশ নেন এই দম্পতি। ভাগ্যক্রমে কুড়ি কোটি টাকার এই বাংলোর মালিকও হয়ে যান তাঁরা।

এক বছর আগে খুলে যায় ভাগ্য: ওই দম্পতির কাছে একটি বাড়ির মালিক হওয়াই রীতিমতো স্বপ্নপূরণের মতো ছিল। এমতাবস্থায়, কুড়ি কোটি টাকার ওই বাড়ির মালিক হওয়ার কথা তাঁরা কখনোই ভাবেননি। মাত্র এক হাজার টাকা খরচ করে এই লাকি ড্রয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তাঁরা। তারপরেই তাঁরা সেটি জিতে যান। এদিকে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মিডল্যান্ডে বসবাসকারী ওই দম্পতি বাড়িটি পাওয়ার পাশাপাশি সেটিকে ভালোভাবে সজ্জিত করার জন্য তাঁদের অর্থও দেওয়া হয়েছিল।

whatsapp image 2023 03 20 at 12.08.24 pm

এখন তাঁরা বাড়িটি বিক্রি করতে প্রস্তুত: তবে জানা গিয়েছে, এক বছর আগে এই বাড়ির মালিক হওয়া ওই দম্পতি এখন বাড়িটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায়, তাঁরা এই বাড়িটির দাম রেখেছেন ২৬.৫ কোটি টাকা। অর্থাৎ কেউ যদি এই দামে বাড়িটি কেনেন, সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ওই বিপুল টাকা পেয়ে যাবেন দম্পতি। যার ফলে বদলে যাবে তাঁদের জীবনও। এই প্রসঙ্গে জেড জানিয়েছেন যে, এই ঘটনা তাঁর স্বপ্নগুলির মধ্যে একটি। যা তিনি কখনও ভাবেননি যে সত্যি হবে। জানা গিয়েছে, এই বাড়িটি দেখতে অনেকেই আসছেন, যদিও কারোর সাথে এখনও কোনো “ডিল” চূড়ান্ত হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর