পর্দার বায়োপিকে নিজেই ক্রিকেট খেলবেন ‘দাদা’? সৌরভকে নিয়ে পোস্টার ভাইরাল হতেই ছড়াল চাঞ্চল‍্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেটের বাইশ গজ থেকে ‘দাদাগিরি’র মঞ্চ ঘুরে বিসিসিআই প্রেসিডেন্ট। বেহালার ছেলে গোটা বিশ্বকে চমকে দিয়েছে তাঁর দাদাগিরি দেখিয়ে। এবার বড়পর্দার দর্শকদের চমক দেওয়ার পালা। আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) বায়োপিক। এ খবর তো বাসি হয়ে গিয়েছে। কিন্তু সে বায়োপিকে দাদার ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনো জল্পনা অব‍্যাহত।

বলিউডের সুপারস্টার নাকি টলিপাড়ার কোনো অভিনেতা, পর্দার সৌরভ হয়ে কাকে নামতে দেখা যাবে মাঠে? প্রশ্ন অনেক উঠলেও উত্তর এখনো মেলেনি। এমনকি স্বয়ং সৌরভও কুলুপ এঁটে রেখেছেন মুখে। এর মধ‍্যে নেটপাড়ায় একটি ভাইরাল পোস্টার গুঞ্জন আরো তুঙ্গে তুলেছে।


পোস্টারটির মধ‍্যমণি স্বয়ং দাদা। নীল পাঞ্জাবি, রিমলেস চশমায় যথারীতি হ‍্যান্ডসাম বাঙালির ‘মহারাজ’। পোস্টারে লেখা ‘মেগা ব্লকবাস্টার’। সঙ্গে আরো লেখা রয়েছে, ৪ ঠা সেপ্টেম্বর প্রকাশ‍্যে আসবে ট্রেলার। এ কোন ছবির পোস্টার? কীসের ট্রেলারের কথাই বা বলা হচ্ছে এখানে?

মাঝে শোনা গিয়েছিল, ক‍্যামেরার সামনে অনেকটাই স্বচ্ছন্দ হয়ে ওঠায় সৌরভকেই নাকি দেখা যাবে নিজের বায়োপিকে অভিনয় করতে। তবে কি সেই গুঞ্জনই সত‍্যি হল? উত্তর মেলেনি এখনো। তবে অনেকের মতেই, এটা কোনো বিজ্ঞাপনের পোস্টা্য হতে পারে। এখন অনেক বিজ্ঞাপনেই অভিনয় করতে দেখা যায়। এটাও সম্ভবত তেমনি। আগামী ৪ ঠা সেপ্টেম্বর ছাড়ানো যাবে রহস‍্যের জট।


পরিচালক লভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের বায়োপিক। দাদা নিজেই এই খবরের সত‍্যতা স্বীকার করেছেন। যদিও কোন পরিচালক ছবিটি তৈরি করবেন, সৌরভের ভূমিকাতেই বা পর্দায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনো কোনো খবরই পাওয়া যায়নি।

সম্ভাব‍্য অভিনেতার দৌড়ে সবার আগে ছিলেন রণবীর কাপুর। সৌরভের নিজেরও ব‍্যক্তিগত পছন্দ ছিলেন রণবীর। কিন্তু শোনা গিয়েছে তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন ছবির প্রস্তাব। সৌরভের বায়োপিকে অভিনয় করতে নাকি একদমই আগ্রহী নন রণবীর।

টলিউডে ক্রিকেটের মহারাজের চরিত্রের জন‍্য প্রথম পছন্দ ছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায়। কিন্তু খবর মিলেছে তাঁকে নাকি বাতিল করে দিয়েছেন প্রযোজকরা। কারণ সৌরভের বায়োপিকেরের জন‍্য একজন সর্বভারতীয় মুখের সন্ধানে রয়েছেন তাঁরা।

X