বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের গোন্ডা জেলার হটিজাথোক থানা এলাকায় শনিবার রাতে মন্দিরের এক পুরোহিতের বুকে বন্দুক ধরে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর আহত পুরোহিতের শারীরিক অবস্থার আশংকাজনক। ওনাকে জেলা হাসপাতালে ভরতি করানো হয়েছিল, অবস্থা আরও শোচনীয় হলে ওনাকে লখনউয়ে রেফার করে দেওয়া হয়। শোনা যাচ্ছে যে, জমি নিয়ে বিবাদের কারণে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, পুলিশ অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, এলাকার মনোরমা মন্দিরের ১০০ বিঘা জমিতে দুষ্কৃতীদের নজর ছিল। আর এই জমি নিয়ে অনেকদিন ধরেই বিবাদ চলে আসছে। মন্দিরে মহন্ত সীতারাম দাস আর পুরোহিত সম্রাট দাস পুজো করতেন। শনিবার রাতে দুষ্কৃতীরা সম্রাট দাসের বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পাওয়া মাত্রই বরিষ্ঠ পুলিশ আধিকারিক শৈলেন্দ্র পাণ্ডে রাত তিনটের সময় ঘটনাস্থলে পৌঁছান। মন্দিরের আশেপাশে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরেকদিকে, হামলায় আহত সম্রাট দাসকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ওনাকে লখনউয়ের হাসপাতালে রেফার করা হয়। জানিয়ে দিই, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মন্দিরের মহন্ত সীতারাম দাসকে সশস্ত্র সুরক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু মন্দিরের পুরোহির সম্রাট দাসকে শুধু হোম গার্ডের সুরক্ষাই দেওয়া হয়েছিল। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।