কালীপুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ করতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। করোনা আবহের মধ্যেও পুজোর আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। করোনা নিধি নিষেধ মেনেই ইতিমধ্যেই প্যান্ডেল হপিং-এ বেরিয়ে পড়েছেন অনেকেই। তবে পুজোর আনন্দের মাঝে যাতে করোনার বিষাদ নেমে না সে, সেদিকেও খেয়াল রাখতে হবে সকলকেই।

একদিকে যেমন রাজ্যজুড়ে চলছে করোনার বিধি নিষেধের কড়াকড়ি, তেমনই অন্যদিকে উৎসবের আনন্দকে বাজিহীন এবং দূষণ মুক্ত করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। কালীপুজো ও দীপাবলিতে বাজির উপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে, গতবছরের ন্যায় এবারেও করা হল মামলা।

শুক্রবার এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করার বিষয়ে সম্মতি দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। এই মামলার শুনানি করা হবে পূজাবকাশকালীন বেঞ্চে। গতবারের ন্যায় এবারেও উৎসব যাতে বাজিহীন করা হয়, এই কারণেই এই মামলা দায়ের।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা, বাজি পোড়ালে বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। আর এই করোনা আবহে একেই বাতাস থেকে দূষণের মাত্রা কমানোর বদলে তা উলটে বেড়ে গেলে, সমস্যায় পড়বেন জনসাধারণ। আবার যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে বাজি থেকে নির্গত ধোঁয়া প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তির শ্বাসযন্ত্রের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে।

তবে এই বিষয়ে মামলা এই প্রথমবার নয়। গতবছরও কালীপুজো ছটপুজোতে রাজ্যজুড়ে বাজি নিষিদ্ধ করার মামলায়, আদালতের রায়ে বাজি নিষিদ্ধ করা সম্ভব হয়েছিল। তাই এবারেও সেইদিকেই তাকিয়ে রয়েছে বিশেষজ্ঞ মহল। আদালতের রায়ের উপর অনেক কিছু নির্ভর করছে।

সম্পর্কিত খবর

X