বৃদ্ধ পুরোহিতের পীড়াপীড়িতে হাসপাতালে ভর্তি হল ভগবান নাড়ুগোপাল জীর মূর্তি, হল চিকিৎসাও

বাংলা হান্ট ডেস্কঃ অনেক সময় এমন সমস্ত ঘটনা সামনে আসে যা আমাদের রীতিমতো অবাক করে দেয়। ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়তো কমবেশি অনেকেরই রয়েছে, কিন্তু আজ যে মানুষটির কথা বলব তার মত ঈশ্বরকে ভালবাসতে কজন পারেন আজকের দিনে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঘটনাটি ঘটেছে আগ্রা জেলার অর্জুন নগরে। সকাল ন’টা নাগাদ অর্জুন নগরের জেলা হাসপাতালে এসে পৌঁছান এক পুরোহিত, তার হাতে একটি ভাঙা নাড়ু গোপালের মূর্তি।

বৃদ্ধ পুরোহিত পীড়াপীড়ি শুরু করেন তার নাড়ু গোপালের একটি হাত ভেঙে গিয়েছে, আর তাই তার ভগবান কষ্টে রয়েছেন চিকিৎসকরা তার সেবা করুন এবং তার পরমাত্মাকে সুস্থ করে তুলুন। বৃদ্ধ পুরোহিত লেখ সিংয়ের এই ঘটনা দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সকলে এবং বৃদ্ধকে বোঝাতে থাকেন এভাবে ভগবানকে হাসপাতালে ভর্তি করা সম্ভব নয়। কিন্তু বৃদ্ধ পুরোহিত নাছোড়বান্দা। শেষ পর্যন্ত তিনি নিজেকে আঘাত করতেও শুরু করেন।

এই ঘটনা দেখে এগিয়ে আসেন হাসপাতালের চিকিৎসক অশোক আগরওয়াল। শেষ পর্যন্ত তার আদেশেই নাড়ুগোপালজীকে শ্রী কৃষ্ণের নামে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, হাসপাতালের স্টাফরা আমাকে জানায় ওই বৃদ্ধের কথা। আমরা তাকে মানসিকভাবে আঘাত দিতে চাইনি। সেই কারণেই শ্রীকৃষ্ণের নামে নাড়ুগোপালজীকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি নাড়ু গোপালের ভাঙা হাতে ব্যান্ডেজ লাগানোরও ব্যবস্থা করেন ওই চিকিৎসক। এই ঘটনার পরেই অবশেষে থামে বৃদ্ধের কান্নাকাটি।

বৃদ্ধ পুরোহিত জানান, তিনি অর্জুন নগরে অবস্থিত খেদিয়া মন্দিরে গত 30 বছর ধরে ভগবানের সেবা করছেন। আজ সকালে তিনি যখন ভগবানকে স্নান করাচ্ছিলেন তার হাত থেকে মূর্তিটি পড়ে যায় এবং তার ডান হাতটি ভেঙে যায়। এই ঘটনা দেখে তিনি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েন। সাথে সাথেই প্রিয় নাড়ু গোপালের মূর্তি নিয়ে ছুটে যান হাসপাতালে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর