এক চোখ, দুই জিভ এবং নাকবিহীন কুকুর ছানার ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ ইন্টারনেটের দুনিয়ায় নানান ধরণের ভিডিও, ছবি ভাইরাল (viral photo) হয় প্রতি মুহূর্তে। মানুষের কর্মকান্ডের মাঝে নানান ধরণের অদ্ভূত সব পশুপাখির ভিডিও এবং ছবিও শেয়ার হয় স্যোশাল মিডিয়ায়। যা নেটিজনদের মন ছুঁয়ে ভাইরালও হয়ে যায়।

সম্প্রতি একটি সদ্যজাত কুকুরছানার (PUPPY) ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। যে কুকুরছানাটির একটি চোখ, নাক নেই, কিন্তু দুটো জিভ রয়েছে। এই অদ্ভূত ধরণের কুকুরছানাটির জন্ম হয়েছিল ৬ ই ফেব্রুয়ারী ফিলিপাইনের আকলান প্রদেশে। অ্যামি ডি মার্টিন নামের এক মহিলার পোষ্য মা কুকুরটির ছানা।

https://twitter.com/PhilippineStar/status/1358726918133014528

অ্যামি ডি মার্টিন জানিয়েছেন, তাঁর পোষ্য কুকুরটি দুটি বাচ্চার জন্ম দেয়। প্রথম বাচ্চাটি সুস্থ স্বাভাবিক হলেও, দ্বিতীয়টি এরকম অদ্ভূত ধরণের হয়। জন্ম নেওয়ার পর থেকেই নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এমনকি মায়ের দুঃখ খেতে গেলেও ওই সদ্যজাত কুকুরছানাটির সমস্যা হয়। তখন অ্যামি ডি মার্টিন কুকুরের খাবার খাওয়ায় ছানাটিকে।

তারা কুকুর ছানাটির নাম রাখেন সাইক্লোপস। কিন্তু চেষ্টা করেও সাইক্লোপসকে বাঁচাতে পারেনি তারা। নাক না থাকায় নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল সাইক্লোপসের। চিকিৎসকরা জানিয়েছেন, গর্ভাবস্থায় মা কুকুরটি নিশ্চয়ই কিছু বিষাক্ত খাবার খেয়েছিল। যার কারণে সেই বিশের প্রভাবে দ্বিতীয় সন্তানটি এরকম অদ্ভূত ধরণের জন্ম নেয়।

কুকুরের ছানাটিকে কবর না দিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর