বাংলাহান্ট ডেস্ক : বলিউডে সুর চুরির অভিযোগ নতুন নয়। এমন অনেক সুপারহিট বলিউডি গান রয়েছে যেগুলি আদতে অন্য ভাষার, এমনকি অন্য দেশের গানের থেকে ‘অনুপ্রাণিত’ তা জানাজানি হয়েছে অনেক পরে। আর এবার স্বয়ং অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (A R Rahman) দিকে উঠল আঙুল। ২০২৩ সালের ছবি ‘পন্নিয়িন সেলভান ২’ এর একটি গানের সুর চুরি করার মতো গুরুতর অভিযোগ উঠেছে রহমানের বিরুদ্ধে। মাদ্রাজ টকিজের থেকে জরিমানাও ধার্য করেছে দিল্লি হাইকোর্ট।
রহমানের (A R Rahman) বিরুদ্ধে সুর চুরির অভিযোগ
পন্নিয়িন সেলভান ২ ছবির জনপ্রিয় গান ‘বীরা রাজা বারা’। অভিযোগ উঠেছে, রহমানের (A R Rahman) সুর করা গানটি নাকি আসলে নাসির ফৈয়াজউদ্দিন দাগার এবং জাহিরুদ্দিন দাগার তৈরি করা শিবা স্তুতি থেকে কপি করা। ২০২৩ সালে গানটি মুক্তি পেতেই আইনি পদক্ষেপ নিয়েছিলেন জাহিরুদ্দিনের ছেলে উস্তাদ ফৈয়াজ ওয়াসিফউদ্দিন দাগার। বাবা-কাকার রচনা থেকে সুর চুরির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তিনি।
জানানো হয়েছে ক্ষতিপূরণের দাবি: ওই গান ব্যবহারে নিষেধাজ্ঞার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও করেছিলেন ফৈয়াজ। এবার আদালতের তরফে জানানো হয়েছে, অভিযোগ মিথ্যে নয়। গানের কথায় শুধু সামান্য বদল করা হয়েছে। আদতে গান দুটি একই। এই মর্মে এ আর রহমান (A R Rahman) এবং প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ২ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বড় নির্দিষ্ আদালতের: আদালতে এই অভিযোগের বিরোধিতা করেছিলেন রহমানের (A R Rahman) আইনজীবী। তাঁর দাবি ছিল, শিব স্তুতি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের উপরে ভিত্তি করে তৈরি। তাই ওই সুর যে কেউই ব্যবহার করতে পারে। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে দিল্লি হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ওটিটি সহ অন্যান্য প্ল্যাটফর্মেও ছবির ক্রেডিট তালিকায় জুনিয়র দাগার ব্রাদার্সের নাম উল্লেখ করতে হবে।
আরো পড়ুন : উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা কবে? দিনক্ষণ জানাল কাউন্সিল, কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট?
উল্লেখ্য, সুর চুরির অভিযোগের উত্তরে এখনো কিছুই বলেননি এ আর রহমান (A R Rahman)। এর আগে রহমান বলেছিলেন সাম্প্রতিক ‘পন্নিয়িন সেলভান’ বা ‘ছাবা’র মতো ছবিতে ২০০-৩০০ জন সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। কিছু কিছু গানের ক্ষেত্রে ১০০ জনের বেশি মানুষ দরকার হয়। শুধুমাত্র তিনি ছবি তুলে পোস্ট করেন না বলে কারোর নজরে আসে না।