বাংলাহান্ট ডেস্ক: বলিউড তথা গোটা দেশের গর্ব এ আর রহমান (a r rahman)। তাঁর সুরের মূর্চ্ছনায় মুগ্ধ করেছেন আট থেকে আশিকে। এবার তাঁকে গর্বিত করলেন মেয়ে খতিজা রহমান (khatija rahman)। গানের জগতে পা রেখেই বাবাকে একের পর এক সম্মান এনে দিল আদরের মেয়ে। গর্বিত রহমান সুখবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
আন্তর্জাতিক সাউন্ড ফিউচার অ্যাওয়ার্ডে সেরা অ্যানিমেশন মিউজিক ভিডিওর পুরস্কার জিতে নিয়েছে গায়কের নতুন মিউজিক ভিডিও ‘ফরিশতো’। মিউজিক ভিডিওটির পরিচালক এবং প্রযোজক হওয়ার দরুন পুরস্কারটা রহমানের হাতে উঠলেও কৃতিত্বটা মেয়েকেই দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। টুইটে খতিজাকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘ফরিশতো আরো একটি পুরস্কার জিতে নিল’।
এর আগেও আন্তর্জাতিক শর্ট ফিল্ম প্রতিযোগিতায় এবং লস এঞ্জেলস ফিল্ম অ্যাওয়ার্ডসেও দুটি পুরস্কার জিতেছে ‘ফরিশতো’। এই মিউজিক ভিডিও্য মধ্যে দিয়েই সঙ্গীত নিজের সুরেলা সফর শুরু করলেন খতিজা। আর প্রথম পদক্ষেপেই তিনি বুঝিয়ে দিলেন বাবার যোগ্য মেয়েই তিনি।
Farishton wins one more award! @RahmanKhatija EPI https://t.co/ptNHDvITo4
— A.R.Rahman (@arrahman) November 8, 2021
৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে মিমি ছবির সাউন্ড ট্র্যাক। টুইটারে ভক্তদের জন্য নিজে এই সুখবর জানিয়েছেন এ আর রহমান। টুইটে তিনি জানান, মিমি ছবিতে তাঁর সাউন্ড ট্র্যাক মনোনীত হয়েছে ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য। উচ্ছ্বসিত অনুরাগীরা প্রশংসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছে কমেন্ট বক্স। শুভেচ্ছা জানিয়েছেন ‘মিমি’ অভিনেত্রী কৃতি সাননও।
বলিউড তথা গোটা দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী দের মধ্যে অন্যতম এ আর রহমান। তাঁর পুরো নাম আল্লাহ রাখা রহমান। নাম পরিবর্তনের পরেই ‘রোজা’ ছবিতে সুর দিয়েছিলেন রহমান। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ইতিমধ্যেই দুটি অ্যাকাডেমি পুরস্কার, দুটি গ্র্যামি, একটি BAFTA ও একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ আরো বহু পুরস্কারের বিজেতা এ আর রহমান। সম্প্রতি তাঁর সুর দেওয়া ‘মিমি’ ছবির সাউন্ড ট্র্যাকটিও ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে।