রহমানের গানের বিন্দুবিসর্গও বোঝেননি ঋষি কাপুর, বর্ষীয়ান অভিনেতার কথায় তৈরি হয়েছিল নতুন গান

বাংলাহান্ট ডেস্ক: এ আর রহমানের (a r rahman) মিউজিক‍্যাল সফরের অন‍্যতম মাইলস্টোন ‘রকস্টার’। এই ছবির প্রতিটি গানই দারুন জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে রহমানের সুরে ‘নাদান পরিন্দে’। কিন্তু অনেকেই জানেন না এই গান তৈরির পেছনে আরেকজনেরও অবদান ছিল। তিনি ঋষি কাপুর (rishi kapoor)। রকস্টার ছবির নায়ক রণবীরের বাবা।

সম্প্রতি এক দশক সম্পূর্ণ করল রকস্টার। এই বিশেষ দিন উপলক্ষে পরিচালক ইমতিয়াজ আলি, রণবীর কাপুর, এ আর রহমান সহ ছবির গোটা টিম ভিডিও কলের মাধ‍্যমে একত্রিত হয়েছিলেন। কথাবার্তায় ছবির বিষয়ে নানান অজানা তথ‍্য উঠে আসে। সেখানেই এ আর রহমান জানান এক মজার ঘটনা। ঋষি কাপুরের জন‍্যই নাকি তিনি ‘নাদান পরিন্দে’ বানাতে পেরেছিলেন।

rockstar11562743163
ছবির শুটিংয়ে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন ইমতিয়িজ আলি এবং রণবীর। সঙ্গে ছিলেন রহমানও। সেখানে টিমের সকলের থেকেই ছবির গান সম্পর্কে মতামত চান অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। সকলে প্রশংসাও করেন। কিন্তু ইমতিয়াজ জানান, ঋষি কাপুরের নাকি একেবারেই ভাল লাগেনি গানগুলি।

কিন্তু রহমান অবাক হননি। বরং তিনি জানান, এমনটা যে হবে সেটা তিনি আগে থেকেই জানতেন। তিনি এও জানতেন গান কেন পছন্দ হয়নি বর্ষীয়ান অভিনেতার। কারণ সবকিছু খুবই খটোমটো। ইমতিয়াজও জানান, ঋষি কিছুই বোঝেননি গানের। কিন্তু এ আর রহমান দমেননি। পরিচালককে ছবির প্রযোজনার কাজ কিছুক্ষণের জন‍্য বন্ধ রাখতে বলে তিনি ‘নাদান পরিন্দে’ বানান। রহমান বলেন, “ওঁর মন্তব‍্যটা পাওয়া খুব জরুরি ছিল। গানটার প্রতি আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে গিয়েছিল।”

আজ আর ঋষি কাপুর নেই। গত বছর লকডাউন চলাকালীনই প্রয়াত হন তিনি। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮র সেপ্টেম্বর মাস থেকেই ক‍্যানসারের চিকিৎসার জন‍্য নিউ ইয়র্কে ছিলেন ঋষি কাপুর। ২০১৯ এর শেষের দিকে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে দিদির ছেলের বিয়েতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। গত বছর ৩০ এপ্রিল প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর