৪৮০ কোটি টাকায় বিক্রি হল বিরল গোলাপী হিরে, কেন এত দাম? কারণ জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: হিরে (Diamond) হল অত্যন্ত বহুমূল্য একটি সম্পদ। এমতাবস্থায়, গত শুক্রবার হংকংয়ে (Hongkong) একটি বিরল গোলাপী হিরে প্রায় ৪৮০ কোটি টাকায় (৫৮ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে। শুধু তাই নয়, এই গোলাপী হিরেটি নিলামের সব রেকর্ড ভেঙ্গে ক্যারেট প্রতি সর্বোচ্চ দামের বিশ্ব রেকর্ড গড়েছে বলেও জানা গিয়েছে। হংকংয়ের সোথেবি মারফত এই নিলাম সম্পন্ন হয়। পাশাপাশি, এই দুর্লভ ১১.১৫ ক্যারেটের হিরেটির নাম হল উইলিয়ামসন পিঙ্ক।

উইলিয়ামসন পিঙ্ক ছিল নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় বৃহত্তম গোলাপী হিরে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গোলাপী হিরে হল বিশ্বে স্থিত মূল্যবান রত্নগুলির মধ্যে সবচেয়ে বিরল রত্ন। পাশাপাশি, বিশ্ববাজারেও এটির চাহিদা থাকে সবচেয়ে বেশি। মূলত, দু’টি গোলাপী হিরের নামকে জুড়ে দিয়েই এই উইলিয়ামসন পিঙ্ক স্টার হিরেটির নামকরণ করা হয়। যার মধ্যে প্রথমটি হল ২৩.৬০ ক্যারেটের উইলিয়ামসন হিরে। যা সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের বিবাহের উপহার হিসাবে ১৯৪৭ সালে দেওয়া হয়েছিল। পাশাপাশি, দ্বিতীয়টি হল ৫৯.৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হিরে। যা ২০১৭ সালের নিলামে ৭ কোটি ১২ লক্ষ ডলারের রেকর্ড দামে বিক্রি হয়েছিল।

গোলাপী হিরে হল রঙিন হিরেগুলির মধ্যে সবচেয়ে বিরল এবং মূল্যবান: গোলাপী হিরে হল অন্যতম মূল্যবান সম্পদ। এই প্রসঙ্গে উক্ত অনুষ্ঠানে সোথেবির প্রেসিডেন্ট ওয়েনহো ইউ জানিয়েছেন, শুক্রবারের বিক্রি শুধুমাত্র এশিয়ায় উচ্চ মানের হিরের স্থিতিস্থাপক চাহিদার সাক্ষ্য দেয় না, পাশাপাশি গোলাপী হিরের তীব্র ঘাটতির বিষয়ে সচেতনতাও বাড়ায়। এদিকে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক জুয়েলারির খুচরো বিক্রেতা ৭৭ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমাইন্ড বলেছেন, আশ্চর্যজনকভাবে এই বিক্রয় প্রমাণ করেছে যে, উচ্চ-মানের হিরে এখনও একটি অস্থির অর্থনীতিতে ভালো মূল্য আনতে পারে।

এর আগেও অনুরূপ নিলাম অনুষ্ঠিত হয়েছিল: জানিয়ে রাখি, সম্প্রতি এমনই আরও একটি হিরে নিলামে উঠেছিল। জেনেভায় দ্য রক নামের একটি সাদা রঙের হিরে নিলামে ওঠে। দক্ষিণ আফ্রিকার একটি খনিতে এই বিরল সাদা হিরেটি পাওয়া যায়। পাশাপাশি, এই হিরেটির ওজন ছিল ২২৮.৩১ ক্যারেট। এছাড়াও, ওই নিলামে আরও ২০৫.৭ ক্যারেটের একটি হলুদ হিরেও নিলামে তোলা হয়েছিল।

960x0 2সেই হিরেটির নাম ছিল রেড ক্রস ডায়মন্ড। এমতাবস্থায়, দু’টি হিরের নিলামে রেকর্ড তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গোলাপী হিরের জন্য বিশ্ব রেকর্ডটি ২০১৭ সালে সূচিত হয়। ওই বছর হংকং-এ CTF পিঙ্ক স্টার নামে পরিচিত একটি পাথর ৭১.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর