হাওড়া স্টেশনে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ, গ্রেপ্তার তিন

বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে বিপন্ন প্রাণীর তালিকায় বেশ উপরের দিকেই আছে কচ্ছপ। তাই সারা বিশ্ব জুড়ে কচ্ছপ ধরা ও খাওয়া নিষিদ্ধ। আমাদের দেশে ও রাজ্যেও রয়েছে এই সংক্রান্ত বেশ কিছু আইন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সে নিষেধাজ্ঞা যে একেবারেই মানা হচ্ছে না তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হাওড়ার ঘটনা।

হাওড়া স্টেশনে ডাউন যোধপুর এক্সপ্রেস থেকে উদ্দ্বার হল বেশ কিছু বিরল প্রজাতির কচ্ছপ। জানা যাচ্ছে উদ্ধার হওয়া কচ্ছপের সংখ্যা প্রায় ৯২ টি। এই কান্ডে গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ তিনজনকে।

Ganges softshell turtle from Nehru Zoological park Hyderabad 4488

জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জিআরপি ডাউন যোধপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। সকাল সাড়ে ১১ টা নাগাদ হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ট্রেনটি, ঐ ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের তিনজনের কাছ থেকে তিনটি চটের বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার করে রেলপুলিশ।

ধৃতদের নাম পল্টু পাঞ্জারি, শত্রুঘ্ন পাঞ্জারি ও নির্মলা পাঞ্জারি । তারা উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা ।উত্তর ২৪ পরগনায় এই কচ্ছপের বিপুল চাহিদা রয়েছে। ধৃতদেরকে হাওড়া কোর্টে তোলা হয়েছে

বনদফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কচ্ছপগুলির সবই সফট শেল গ্যাঞ্জেটিক টারটলস। হাওড়া জেলা বন দফতরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলিকে। এরপরেই এগুলিকে পাঠালো সল্টলেকের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে।ভারতীয় সফটশেল কচ্ছপ বা গঙ্গা সফটশেল কচ্ছপ দক্ষিণ এশিয়াতে গঙ্গা, সিন্ধু ও মহানাদীর মতো নদীতে দেখা যায়.


সম্পর্কিত খবর