বাংলাহান্ট ডেস্ক: এ যেন পুরাণে উল্লিখিত নাগরাজ বাসুকির কথা মনে করায়। তবে তফাত একটাই। বাসুকির ছিল পাঁচটি মাথা ও এই সাপের (snake) রয়েছে দুটি মাথা। একই দেহে দুই মাথা, দুটি মাথাই সমান ভাবে সক্রিয়। সম্প্রতি এমনই বিরল (rare) সাপের খোঁজ পাওয়া গিয়েছে ওড়িশায়।
চিতিবোরা প্রজাতির এই বিরল সাপটিকে পাওয়া গিয়েছে ওড়িশায়। সাপটির দেহ একটাই। কিন্তু মাথার কাছে গিয়ে তা দু ভাগে ভাগ হয়ে গিয়েছে। দুটি মাথাই সমান ভাবে গঠিত ও সমান রূপে সক্রিয়। দুটি মাথায় চারটি চোখ, আলাদা মুখ ও আলাদা দুটি চেরা জিভ।
খাবারের সন্ধান পেলে দুটি মাথার মধ্যে শুরু হয় লড়াই। কে আগে খাবার গিলবে সেই নিয়ে চলতে থাকে রেষারেষি। এই বিরল সাপটিকে ক্যামেরাবন্দি করেছেন বন দফতরের অফিসার সুশান্ত নন্দ। নিজের টুইটার হ্যান্ডেলে সাপটির একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘ওড়িশার কেওনঝড়ের দেনকিকোট অভয়ারণ্যের কাছে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই বিরল প্রজাতির দু মাথা বিশিষ্ট উল্ফ স্নেকটিকে। পরে এটিকে বনে ছেড়ে দেওয়া হয়।’
A rare wolf snake with two fully formed heads was rescued from a house in the Dehnkikote Forrest range of Keonjhar district in Odisha.
Later released in Forests. pic.twitter.com/7fE0eMciEB— Susanta Nanda (@susantananda3) May 7, 2020
এমন বিরল প্রজাতির সাপ দেখে অবাক হয়ে গিয়েছেন বনকর্মীরাও। এর আগেও দু মাথা বিশিষ্ট সাপের খৌঁজ পাওয়া গিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে একটি মাথা নিষ্ক্রিয় ছিল। এই বিষয়ে সর্প বিশেষজ্ঞ রাকেশ মোহালিক বলেন, দুটো মাথাই যেহেতু খাবারের জন্য লড়াই করে তাই কতদিন সাপটি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে সেই নিয়ে সন্দেহ রয়েছে।
প্রসঙ্গত, এর আগে আমেরিকাতেও এমন একটি সাপের খোঁজ মিলেছিল। বনকর্মীরা উদ্ধার করেছিল সেই সাপটিকে। তারও দুটি মাথা ছিল।