বাংলা হান্ট ডেস্কঃ তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার। চলতি বছর এই প্রকল্পের টাকা গায়েব হওয়া নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ট্যাব কেলেঙ্কারির (Taruner Swapna Scam) জল গড়িয়েছে বহুদূর। এবার জানা গেল, ট্যাব কাণ্ডে এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে স্কুল শিক্ষা দফতর।
ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে (Taruner Swapna Scam) চাকরি খোয়ালেন শিক্ষক!
রিপোর্ট বলছে, ট্যাবের টাকা গায়েবের ঘটনার তদন্তে পূর্ব বর্ধমানে কর্মরত চুক্তিভিত্তিক এক স্কুল শিক্ষকের (School Teacher) নাম উঠে আসে। এরপরেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
এখানে শেষ নয়! জানা যাচ্ছে, ট্যাব কাণ্ডের (Taruner Swapna Scam) তদন্ত আরও বেশ কয়েকজনের শিক্ষক শিক্ষিকার নাম উঠে এসেছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। স্কুল শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ জলের মতো টাকা খরচ! বকেয়া DA মামলায় বড় বদল আনছেন সরকারি কর্মীরা? জোর শোরগোল
অন্যদিকে ট্যাব কাণ্ডের তদন্তে বাকি যে সকল শিক্ষক শিক্ষিকার নাম উঠে এসেছে, তাঁদের বিষয়ে পুলিশি তদন্তে কী কী জানা গিয়েছে সেই তথ্য চেয়েছে স্কুল শিক্ষা দফতর (School Education Department)। রাজ্য পুলিশের থেকে এই তথ্য চাওয়া হয়েছে বলে খবর। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, রিপোর্ট হাতে আসার পর এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পে (Taruner Swapna Scam) রাজ্য সরকারের তরফ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হয়। চলতি বছর সেই প্রকল্পের টাকা গায়েব হয়ে যাওয়া নিয়েই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা না এসে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, যে পড়ুয়ারা এখনও ট্যাব কেনার টাকা পায়নি, তাঁদের টাকা দিয়ে দেওয়া হবে।