বাংলাহান্ট ডেস্কঃ চলন্ত বাসে বহুবার নানাবিধ ঘটনার সাক্ষী থেকেছে বাংলার (West bengal) মানুষজন। কখনও ছিনতাই, তো কখনও মহিলাদের সঙ্গে অভব্য আচরণ। এই ধরনের ঘটনা তো আকসার লেগেই রয়েছে। কখনও নিগৃহীতা প্রতিবাদ করে ওঠে, তো কখনও সম্মানের ভয়ে চুপ থেকেছে। তবে ঘটনার নজির কিন্তু রয়েই গেছে।
বাস মধ্যস্থ অপ্রীতিকর ঘটনা
করোনার আবহে লকডাউন পরবর্তীতে আনলক ২-এ এসেই ফের বাসে অসম্মানের ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। ঘটানটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড় এলাকায়। শনিবার শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার এনবিএসটিসি সরকারি বাসে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। মায়ের সম্মান রক্ষার্থে প্রতিবাদ করায়, ছেলের মাথা থেতলে দিল এক মদ্যপ যুবক।
কি ঘটেছিল সেদিন?
বাস মধ্যস্থ যাত্রীরা জানিয়েছে, চলন্ত বাসের মধ্যেই এক মদ্যপ যুবক বারবার এক মহিলার গায়ে ঢলে পড়ছিল। মায়ের সঙ্গে ঘটা অসম্মানজনক ঘটনার প্রতিবাদ করে ছেলে। বচসায় জড়ায় ওই মদ্যপ যুবকের সঙ্গে। কন্ডাকটরকে বলার পরও তাঁকে থামানো যায়নি। অনেক বার বাস থেকে ওই যুবককে নামিয়ে দিতে বললেও, কন্ডাকটর নামায়নি। উল্টে নীতি শিক্ষার জ্ঞান দিয়েছে।
কিছুদূর যাওয়ার পর জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় রেলগেটে বাস থামায় আচমকাই বাস থেকে নেমে একটি বোল্ডার তুলে এনে, ওই প্রতিবাদী যুবকের মাথা থেতলে দিয়েই পালিয়ে যায় ওই যুবক। ঘটনার পরবর্তীতে আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাস মধ্যস্থ যাত্রীরা কন্ডাকটরকে দোষারোপ করায়, কন্ডাকটর রামকৃষ্ণ লাহা জানায়, ‘আমরা কোন যাত্রীকে চলন্ত বাস থেকে নামিয়ে দিতে পারি না। তবে ওই যুবক থেমে গেলেও, নিগৃহীতা মা এবং তার ছেলে আমার সঙ্গেও দুর্ব্যবহার করতে থাকে’।