“বাবা এসে গেছে, টিভি বন্ধ করে পড়তে বসে যাও” ছোট্ট খুদেকে সতর্কবাণী পোষ্যর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে মানুষের সাথে কুকুরের সম্পর্ক অতি নিবিড়। কিন্তু বাড়ির ছোট সদস্যর সাথে কুকুরের রসায়ন আরও মজাদার। সময়ের সাথে সাথে তারা যেন হয়ে ওঠে একে অপরের বন্ধু। ছোট সদস্যের সাথে খেলা কিংবা বিপদে তাকে সাহায্য করা এমন অনেক ঘটনাই আমাদের নজরে আসে। এছাড়াও চুরি, ডাকাতি কিংবা কোন বড় দুর্ঘটনা হলেও কুকুর আমাদের সাহায্য করে।

সম্প্রতি এমনি একটি ‘দুর্ঘটনা’ ঘটার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে একটি পোষ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও দেখা যাচ্ছে, বাড়ির একটি কুকুর ছোট একটি মেয়েকে টিভি বন্ধ করে পড়তে বসার ইঙ্গিত করছে। দুর্দান্ত মজার এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। এই ভিডিওটি সম্প্রতি শেয়ার করা হয়েছে টুইটারে।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে টিভি দেখছে। তার সামনে তাদের বাড়ির কুকুর শুয়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেয়েটির বাবা চলে আসায় কুকুরটি বিভিন্ন অঙ্গভঙ্গি করে সতর্ক করার চেষ্টা করছে মেয়েটিকে। রীতিমত নিজস্ব ভঙ্গিতে মেয়েটিকে কুকুরটি বোঝাতে চায় সে যেন টিভি বন্ধ করে এক্ষুনি পড়তে বসে। এই ভিডিওটি টুইটারে শেয়ার হয়েছে Yoda4ever নামক একটি পেজ থেকে।

https://twitter.com/Yoda4ever/status/1604440086396825600?s=20&t=Zk-WGdJpkGRVcJHWBHtOfA

এই ভিডিওতে লক্ষ্য করলে দেখা যায়, একটি জার্মান শেফার্ড কুকুর তার ছোট্ট মালকিনের খেয়াল রাখছে। বাবার অনুপস্থিতিতে এই ছোট্ট মেয়েটি টিভিতে একটি অনুষ্ঠান দেখছিল। কিন্তু হঠাৎ বাবার ফিরে আসার শব্দ শুনতে পায় কুকুরটি। এরপর সে টিভি বন্ধ করে দেওয়ার জন্য সতর্ক করে মেয়েটিকে। দেখা যায় তৎক্ষণাৎ টিভি বন্ধ করে মেয়েটি পড়তেও বসে যায়। এমনই একটি বড় ‘দুর্ঘটনার’ হাত থেকে নিজের প্রিয় খুদেকে বাঁচালো পোষ্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X