দীপাবলিতে সুপার ডুপার অফার নিয়ে এল Jio Mart! ৫০০ টাকার কমেই মিলছে দুর্দান্ত ফিচার্সের স্মার্টওয়াচ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টওয়াচ (Smartwatch) ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। সময়ের সাথে পাল্লা দিয়ে এখন প্রায় প্রত্যেকের কাছেই এই গ্যাজেট খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, স্বাস্থ্যসচেতন মানুষদের কাছেও স্মার্টওয়াচের ভূমিকা অপরিসীম। এই ডিভাইসের সাহায্যে খুব সহজেই ব্লাড প্রেসার থেকে শুরু করে হার্ট রেট এবং শরীরে অক্সিজেনের মাত্রা নির্ধারণ করা যায়।

এমতাবস্থায়, অনেকেই এই স্মার্ট ডিভাইসটি কিনতে চাইলেও এগুলির দামের জন্য পিছিয়ে আসেন। তবে, এবার তাঁদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুযোগ। মূলত, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি স্মার্টফোনের হদিশ দেব যেটি Jio Mart আয়োজিত “Diwali Special Bestival Sale”-এ অত্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, স্মার্টওয়াচটির কিছু দুর্দান্ত ফিচার্সও রয়েছে। যা নিঃসন্দেহে অবাক করবে সবাইকে।

দাম মাত্র ৫০০ টাকা: মূলত, ওই সেলে STORM M5 নামের একটি স্মার্টওয়াচকে খুবই কম দামে বিক্রি করা হচ্ছে। যদিও, ওই মডেলটির আসল দাম ১,৪৯৯ টাকা হলেও সেলের জন্য সেটিকে মাত্র ৪৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকেরা। সর্বোপরি, STORM M5 স্মার্টওয়াচটি শুধুমাত্র ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হলেও এটির ক্ষেত্রে হোম সার্ভিসের সুবিধা রয়েছে।

দুর্দান্ত ফিচার্স: প্রথমেই জানিয়ে রাখি যে, এই স্মার্টওয়াচে একটি ১.৪-ইঞ্চির ডিসপ্লে প্যানেল রয়েছে। পাশাপাশি, এতে যুক্ত রয়েছে একাধিক হেলথ ফিচার্স। যার মাধ্যমে রিয়েল টাইমে হার্ট রেট, স্লিপ ট্র্যাকার, ব্লাড প্রেসার বা রক্তচাপ, ক্যালোরি লেভেল ডিটেকশনের মত ফিচার্স রয়েছে। এছাড়াও অ্যালার্ম ক্লক এবং ফাইন্ড-এ-ফোন-এর মতো ফিচার্সও মিলবে। পাশাপাশি, আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের সাথেই এটি কাজ করবে।

images 29

প্রসঙ্গত উল্লেখ্য, এই স্মার্টওয়াচে ১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি আছে। যা মাত্র ২ ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে চার্জ হয়ে যাবে। পাশাপাশি, ২৪ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এছাড়াও, অন্যান্য ফিচার্সের মধ্যে কল রিমাইন্ডার, সেডেন্টারি রিমাইন্ডারের পাশাপাশি, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল অ্যাপের নোটিফিকেশনও দেখা যাবে STORM M5 স্মার্টওয়াচে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর