রাহুল, সূর্যকুমারদের রেকর্ড ভাঙা গড়ার তান্ডবের দিনে বিনা টিকিটে দর্শক নাগদেব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। এর আগে ধোনি, কোহলি এবং পন্থের অধীনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে সিরিজ খেলেও জয় পায়নি ভারত। আজ রোহিতের সামনে বড় সুযোগ সেই হিসাব বদলে দেওয়ার।

আজ টসে জিতে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বাভূমা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে ব্যাট করতে নামেন রোহিত এবং রাহুল। অসাধারণ ব্যাটিং করেছেন দুই ক্রিকেটারই। তাদের মধ্যে আবারো একটি ৫০ রানের বেশি পার্টনারশিপ হয়। কিন্তু তার মধ্যে এমন একটি ঘটনা ঘটে যার জন্য তাদের খেলার ওপর থেকেই কিছুক্ষণের জন্য নজর সরে গিয়েছিল দর্শকদের।

ম্যাচের সপ্তম ওভার সমাপ্ত হওয়ার পর ভারতীয় দলের স্কোর ছিল কোনও উইকেট না হারিয়ে ৬৮। সেই সময়ে মাঠের কিছু ক্যামেরা থেকে ধরা পড়ে একটি দৃশ্য। যে মাঠে রোহিত-রাহুলরা ব্যাট হাতে দাপট দেখাচ্ছিলেন সেই মাঠেই ছুড়তে দেখা যায় একটি সাপকে। তাকে দেখা মাত্রই কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করে দেওয়া হয় এবং গ্রাউন্ড স্টাফরা এসে বেশ কিছুক্ষন চেষ্টা করে তারপর সেটিকে বন্দি করে মাঠ থেকে বার করে নিয়ে যান।

এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একটি এত বড় আন্তর্জাতিক স্টেডিয়ামের এমন অবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন। আবার অনেকে এই নিয়ে মজার মজার এবং ট্রল বানাতে শুরু করেছেন। বাংলাদেশ ক্রিকেট দলকে ম্যাচ জিতলে মাঝে মাঝে নাগিন ডান্স করতে দেখা যায় সেই সূত্র টেনে এনে অনেকে মজা করে বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা বিনা টিকিটে ম্যাচ দেখতে ঢুকে পড়েছেন। আবার অনেকে গত মাসে প্রকাশিত রনবীর কাপুরের ব্রম্ভাস্ত্র সিনেমার রেফারেন্স টেনে এনে বলেছেন, ‘কেউ হয়তো রোহিত-রাহুলের দাপট থামানোর জন্য অস্ত্র প্রয়োগ করেছেন মাঠে।’

তবে এর মধ্যেই একটি বড় ব্যাপার ঘটেছে আজ মাঠে। লোকেশ রাহুল একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়েছিলেন মাত্র ২৪ বলে। তিনি ৫৫ রান করে আউট হওয়ার পরই ব্যাট করতে নেমে সেই রেকর্ডটি ভেঙে দেন সূর্যকুমার যাদব। ১৮ বলে অর্ধশতরান করেন তিনি। ভারতীয় দল ১৮ ওভারের আগেই ২০০ রানের গন্ডি অতিক্রম করে গিয়েছে। মারমূখী মেজাজে ব্যাটিং করেছেন বিরাট কোহলিও। অল্পের জন্য অর্ধশতরান পাননি তিনি। ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। সূর্যকুমার ৬১ রানে আউট হওয়ার পর দীনেশ কার্তিক নেমে ৭ বলে ১৭ রান করে ভারতকে ২৩৭ রানের স্কোরে নিয়ে যান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর