বাংলা হান্ট ডেস্কঃ ঔরঙ্গাবাদ (Aurangabad) থেকে মানবতাকে হার মানানো এক ঘটনা সামনে এলো। সেখানে এক পাষাণ ছেলে তাঁর ৯০ বছরের বৃদ্ধা মাকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসে। প্রাপ্ত খবর অনুযায়ী, ৯০ বছরের বৃদ্ধা মা করোনায় আক্রান্ত হয়েছে, এরপর বাড়ির বাকি সদস্যরা ওই বৃদ্ধা মহিলাকে নিজেদের সাথে থাকতে দেবে না বলে জানিয়ে দেয়। এরপর পরিবারের সদস্যরা রাতের অন্ধকারে ঔরঙ্গাবাদের কাচ্চিঘাঁটি এলাকার জঙ্গলে ওই বৃদ্ধা মহিলাকে ছেড়ে দিয়ে আসে। পুলিশ মামলা দায়ের করে পরিবারের সদস্যদের তল্লাশি শুরু করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঔরঙ্গাবাদের কাচ্চিঘাঁটি এলাকার জঙ্গলে কয়েকজন মানুষ একজন বয়স্ক মহিলাকে পড়ে থাকতে দেখে। ৯০ বছরের ওই বৃদ্ধাকে একটি চাদরে করে মুড়ে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল পরিজনেরা। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে ওই বৃদ্ধার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে, উনি যে করোনা আক্রান্ত সেটা পরিবারের সদস্যরা জানত। আর এই কারণে তাঁকে জঙ্গলে ফেলে দিয়ে যায় তাঁরা।
পুলিশ জানায়, ওই বৃদ্ধা মহিলা প্রায় এক ঘণ্টা জঙ্গলে পড়ে ছিল। মহিলাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ গোটা ঘটনার পরিপেক্ষিতে মামলা দায়ের করে নিয়েছে আর পরিবারের সদস্যদের তল্লাশি চালাচ্ছে।