দিল্লি ম্যাচের আগেই KKR-এ ঘটল “বিশেষ ঘটনা”, IPL-এর ১৭ বছরের ইতিহাসে নেই এমন নজির

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এ গত ম্যাচেই পাঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে ২৬১ রান করেও লজ্জার হার হারতে হয়েছিল KKR (Kolkata Knight Riders)-কে। যার ফলে কলকাতা যে বড় ধাক্কা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু, ওই ম্যাচের পরেই KKR শিবিরে যা ঘটল তা কার্যত নজির হয়ে থাকল। শুধু তাই নয়, গত ১৭ বছরে এই দৃশ্য এই প্রথমবার দেখা গেল KKR ও ইডেন গার্ডেন্সে।

ঠিক কি ঘটেছে: মূলত, IPL-এর দীর্ঘ ১৭ বছরের ইতিহাসে প্রথমবার ইডেনে KKR-এর অনুশীলনে হাজির ছিলেন স্বয়ং শাহরুখ খান। এমতাবস্থায়, অনুশীলনে কিং খানের উপস্থিতির বিষয়টি সামনে আসতেই তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, কেন তিনি ম্যাচের আগে অনুশীলনে অংশগ্রহণ করলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনাও।

যদিও, ক্রিকেট বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে, পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা যেভাবে হেরেছে সেই আবহে খারাপ সময়ে দলের পাশে দাঁড়াতে ও আত্মবিশ্বাস বাড়াতেই অনুশীলনে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। যদিও, কিছুজন আবার মনে করছেন যে, দিল্লির টিমে সৌরভ যাতে ঘরের মাঠে ম্যাচের সমস্ত লাইমলাইট কেড়ে নিতে না পারেন সেই কারণেই হয়তো KKR শিবিরের অনুশীলনে পা রেখেছেন বাদশা।

আরও পড়ুন: অপরাজিত ৭০ রান করেও লাইমলাইটে নেই কোহলি! RCB-কে জিতিয়ে নায়ক হলেন এই প্লেয়ার

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সোমবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে KKR। চলতি মরশুমের IPL-এ ইতিমধ্যেই দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল KKR। যদিও, পরবর্তীকালে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে পন্থের দল। শেষ ৫ টি ম্যাচের মধ্যে তারা ৪ টিতে জয়লাভ করেছে। এর পাশাপাশি, দিল্লির ডাগআউট উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমতাবস্থায়, মহারাজের উপস্থিতিতে ফের একটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে ইডেনে।

আরও পড়ুন: এই চার দল খেলবে সেমিফাইনাল! টি20 বিশ্বকাপ শুরুর আগে ভবিষ্যদ্বাণী যুবরাজের

তবে, ম্যাচ শুরুর আগের দিনই রবিবার রাতে KKR শিবিরের অনুশীলনে আচমকাই দেখা যায় শাহরুখকে। ছেলে আব্রামকে নিয়ে তিনি পৌঁছে যান সেখানে। সাদা পোশাকে কিং খান মাঠে ঢুকতেই পাল্টে যায় সেখানকার পরিবেশ। দলের ক্রিকেটারদের সাথে কিছুটা সময় কাটানোর পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে কথাও বলেন। এছাড়াও, তাঁকে ছেলে আব্রামের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায়।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X