রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল নবান্ন, তৈরি বিশেষ টাস্কফোর্স

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে করোনা (covid-19) পরিস্থিতি সামাল দিতে ছয় সদস্যের এক টাস্কফোর্স (Task force) গঠন করল রাজ্য সরকার। মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত এই দল করোনা পরিস্থিতি সম্পর্কিত যাবতীয় বিষয়ে পর্যালোচনা করবে। বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে এই সিদ্ধান্ত নিল নবান্ন।

করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই দেখা দিয়েছে একাধিক সমস্যা। হাসপাতালে বেড নেই, চিকিৎসক সমস্যা, ভেন্টিলেটর কম। এসবের মধ্যে থেকে সবথেকে বেশি সংকট দেখা দিয়েছে অক্সিজেন পরিষেবায়। হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীও মারা যাচ্ছেন, এমনকি রোগীর পরিবারের লোকজন অক্সিজেনের খোজে বিভিন্ন দিকে দৌড়াদৌড়িও করছেন।

nabanna 1 2

এই পরিস্থিতিতে নবান্ন থেকে জানা গিয়েছে, কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, হোম অ্যান্ড প্ল্যানিং দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব, অর্থ দফতরের সচিকে  নিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ টাস্কফোর্স। এছাড়াও এই টাস্কফোর্সকে সাহায্য করার জন্য স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ছয় শীর্ষ আইপিএস অফিসারকে নিয়ে তৈরি করা হয়েছে একটি ওয়ার্কিং গ্রুপ।

সংকটের পরিস্থিতি অনুযায়ী হাসপাতালগুলো ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করছে কিনা, চাহিদা অনুযায়ী হাসপাতালগুলো অক্সিজেনের যোগান পাচ্ছে কিনা- এইসমস্ত বিষয়ে নজরদারি এই টাস্কফোর্স কমিটি। অর্থাৎ, করোনা মোকাবিলায় সর্বতোভাবে লড়াই জারি রাখতেই তৈরি হয়েছে এই বিশেষ টাস্কফোর্স।

Smita Hari

সম্পর্কিত খবর