বাংলা হান্ট ডেস্কঃ রেল এবং ক্রীড়া মন্ত্রকের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব (Sports Hub) তৈরি হতে চলেছে নিউ কোচবিহারে (Cooch Behar)। রবিবার ভূমিপুজোর পর আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল মাধ্যমেই হাবটির সূচনা করলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের মন্ত্রী অনুরাগ সিংহ ঠাকুর। সূত্রের খবর, হকি, টেবিল টেনিস, তীরন্দাজি সহ মোট ১৫-২০টি খেলার প্রশিক্ষণ দেওয়া হবে এই হাবে।
ক্রীড়া মন্ত্রক তরফে জানা গেছে, এই স্পোর্টস হাব তৈরির জন্য প্রাথমিক ভাবে ৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এই হাবের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে খেলোয়াড়দের। দেশ-বিদেশ থেকে আসবেন কোচেরা। সূত্রের খবর, এই স্পোর্টস হাবে থাকবে অ্যাথলেটিকসের যাবতীয় পরিকাঠামো, সিন্থেটিক ট্র্যাক, ফুটবল মাঠ, হকির জন্য অ্যাস্ট্রস্টাফ। এছাড়া বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করার জন্য থাকবে মাল্টিপারপাস হল। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যে স্পোর্টস হাবটি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমে চেয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কিন্তু সেই জমির ব্যাপারে সরকারের কাছে আবেদন করেও কোনো সাড়া মেলেনি বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik)৷ তাই বর্তমানে রেল দফতরের জমিতেই কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। গতকালের এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, জিসিপিএ নেতা অনন্ত মহারাজ-সহ সাই সহ রেল মন্ত্রকের আধিকারিকরা।
ভূমিপুজোর অনুষ্ঠানের পর এদিন নিশীথ প্রামাণিক জানান, ‘‘দেশের দু’টি মন্ত্রকের যৌথ উদ্যোগে এই স্পোর্টস হাবটি গড়ে তোলা হবে। কোচবিহারবাসীর পাশাপাশি গোটা উত্তরবঙ্গের মানুষ আজ খুশি। ভূমিপুজো করে হাবের কাজের সূচনা হল। রেল এবং ক্রীড়া মন্ত্রকের আধিকারিকেরা যে ভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, তাতে ২০২৪ সালের আগে প্রথম ধাপের কাজ শেষ করতে পারব বলে আমি নিশ্চিত।’’
পাশাপাশি তিঁনি আরও বলেন, ‘‘এতে রাজ্য সরকারকেও আহ্বান জানাব। উন্নয়নের জন্য বিশেষ করে খেলাধুলোর ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য এবং কেন্দ্র মিলে আমাদের প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করি।’’ অন্যদিকে এই বিষয়কে নিয়েও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর কথায়, ‘‘এগুলি হচ্ছে ঠগের বাড়ির নিমন্ত্রণ। নির্বাচনের আগে এক বার ভূমিপুজো, আর এক বার কাজের সূচনা, এই ধরনের কর্মসূচি চলতেই থাকবে। আগে এই স্পোর্টস হাবের উদ্বোধন হোক, তার পর না হয় একসঙ্গে কাজ করা যাবে।’’