তারা হয়ে জ্বলুন… দেশের মধ‍্যে এই প্রথম, অভিষেক চট্টোপাধ‍্যায়ের নামে মহাকাশে নক্ষত্রের নামকরণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ২৪ মার্চ নক্ষত্রপতন হয়েছিল টলিউডে। অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ের (Abhishek Chatterjee) মৃত‍্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে। এবার সেই নক্ষত্রই স্থান পেল আকাশে। অভিষেক চট্টোপাধ‍্যায়ের নামে মহাকাশের এক নক্ষত্রের নামকরণ হল গত ১৭ এপ্রিল।

এই অভিনব কাজটা করে দেখিয়েছেন প্রযোজক সৌমেন চট্টোপাধ‍্যায়। অভিষেকের শেষ অভিনীত ছবি ‘পঞ্চভূজ’ এর প্রযোজক তিনি। নিজের নামে একটি তারার নামকরণের আবেদন করেছিলেন অভিষেকই। প্রয়াত অভিনেতার অনুরোধ রেখেছেন তিনি।


টিভিনাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে প্রযোজক জানান, তাঁর বাবা মায়ের নামে তারা রয়েছে মহাকাশে। অভিষেক কথাটা শুনে আগ্রহ পেয়েছিলেন। অনুরোধ করেছিলেন, তিনি মারা যাওয়ার পর তাঁর নামে একটি তারার নামকরণ করে দেবেন?

মানুষটা যে এত তাড়াতাড়ি চলে যাবেন তা ভাবতেও পারেননি সৌমেনবাবু। অভিষেকের কথাটা মনে রেখেছিলেন তিনি। আজ আকাশে সত‍্যি সত‍্যিই তারা হয়ে জ্বলজ্বল করছেন অভিষেক চট্টোপাধ‍্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ‘ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমিক‍্যাল সোসাইটি’ এই অভিনব ব‍্যাপারটি শুরু করেছে।

নিজের প্রিয়জনদের স্মৃতিতে তাদের নামে আকাশের অসংখ‍্য, অজস্র তারাদের মধ‍্যে কোনো একটি তারা বেছে নামকরণ করা যাবে। সেই মতো মোনোসেরস বা ইউনিকর্ন নক্ষত্রপুঞ্জের একটি তারার নামকরণ করা হয়েছে ‘অভিষেক চট্টোপাধ‍্যায়’। তারাটির ম‍্যাগনিউটিউড ১৬.৪৪ ম‍্যাগ। গত ১৭ এপ্রিল তারাটির নামকরণ করা হয়েছে। তারাটি সাইনা এবং সংযুক্তার জন‍্য জ্বলছে বলেও লেখা রয়েছে সোসাইটির তথ‍্যে।

প্রযোজক জানান, অভিষেক চট্টোপাধ‍্যায় এই রাজ‍্য তথা দেশের মধ‍্যে প্রথম অভিনেতা যার নামে কোনো তারা রয়েছে মহাকাশে। প্রয়াত অভিনেতার স্ত্রী, মেয়ে দুজনেই আপ্লুত সৌমেনবাবুর এই উদ‍্যোগে। টলিউডের নক্ষত্র ছিলেন অভিষেক চট্টোপাধ‍্যায়। এবার আকাশে নক্ষত্র হয়ে জ্বলবেন তিনি।

সম্পর্কিত খবর

X