বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই পৃথিবীতে কিছু না কিছু আশ্চর্য (Wonder) ঘটনা ঘটে চলেছে। এনেক সময় সেগুলো সামনে আসে, আবার অনেক সময় তা মানস চোক্ষের আড়ালেই থেকে যায়। মানুষ সহ বিভিন্ন ধরণের প্রজাতির মধ্যে অনেক প্রানীকেই অনেক সময়ন অদ্ভুত ভাবে জন্মাতে দেখা যায়। তেমনই এক ঘটনা ঘটেছে কেরালার (Kerala) পারসাল্লা গ্রামে।
গত সপ্তাহে কেরালার পারসাল্লা গ্রামের ভাস্কর নামে এক ব্যক্তির খামারে এই গর্ভবতী গাভী ‘মিউট্যান্ট বাছুর’ ( Mutant calf) অর্থাৎ এক অদ্ভুত ধরণের বাছুরের জন্ম দেয়। বাছুরটি দুটি মুখ, চারটে চোখ এবং দুটি কান নিয়ে জন্ম গ্রহণ করে। এই অদ্ভত ধরণের বাছুরের জন্মে অবাক হয়ে যায় খামারের মালিক ভাস্কর নিজেই।
ভাস্করের পরিবারের এই নতুন এবং অদ্ভুত সদস্যকে দেখার জন্য আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে মানুষ জন ছুটে আসে। আশেপাশে মানুষজনের আগমনে ধীরে ধীরে ভাস্করের বাড়ীটি একটি ছোটো খাটো পর্যটন কেন্দ্রে পরিণত হয়। তবে মা গোরু এবং জন্মগ্রহণ করা বাছুর দুজনেই সুস্থ আছে বলে জানা যায়। তবে দুটো মুখ থাকার কারণে বাছুরটি স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করতে পারছে না। তাই এখন ভাস্কর তাকে বোতলে করে দুধ খাইয়ে দিচ্ছে।
যখন দুটি প্রাণী নিয়ে একসঙ্গে একটি প্রাণী জন্মগ্রহণ করে তখন তাকে ‘দ্বিফালি’ ( Bipolar) বলা হয়। এই জন্মগত সমস্যা সাপ (Snake), হাঙ্গর, ষাঁড়, কচ্ছপ (Turtles), চিংড়ি ইত্যাদি প্রচুর প্রজাতির মধ্যে দেখতে পাওয়া যায়। প্রজননজনিত সমস্যার কারণে অনেক সময় দুটি মাথা যুক্ত সাপ আসে পাশে দেখতে পাওয়া যায়। আশা করা যাচ্ছে এই বাছুরটি ধীরে ধীরে বড়ো হওয়ার সাথে সাথে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।