বাংলা হান্ট ডেস্ক : লোকসভা, আইপিএল-র পাশাপাশি পরীক্ষার ফলাফল নিয়েও উন্মাদনা এখন তুঙ্গে। বিভিন্ন রাজ্যেই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সময় এটি। ইতিমধ্যেই সামনে এসছে পশ্চিমবঙ্গের মাধ্যমিকের রেজাল্ট। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশও এখন কেবল সময়ের অপেক্ষা। আর তার মধ্যেই মাথা ঘুরিয়ে দেওয়ার মত খবর এল গুজরাট (Gujarat) থেকে। নির্ধারিত নম্বরের চেয়েও বেশি নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল এক পড়ুয়া।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহোদ জেলায়। এখানকারই খারসানা গ্রামের বাসিন্দা বংশীবেন মনীশভাই কাটারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ৯৩.৪০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে এই পড়ুয়া। তবে অবাক করা বিষয় হল, দুটি বিষয়ে সে নির্ধারিত নম্বরের চেয়েও বেশি নম্বর নিয়ে পাশ করেছে।
সূত্রের খবর, বংশীবেন গুজরাটি ভাষায় ২০০ নম্বরের পরীক্ষায় ২১১ পেয়েছে। যেখানে গণিতে সে ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১২ নম্বর। যেখানে পরিবেশ বিষয়ে ২০০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ১৬৯। অন্যদিকে হিন্দিতে বংশীবেনের প্রাপ্ত নম্বর ১০০ এর মধ্যে ৯৪। পড়ুয়াটি ইংরেজিতে ১০০ এর মধ্যে পেয়েছে ৯৫ এবং ব্যক্তিগত বিকাশে ২০০ এর মধ্যে ১৭৫ নম্বর পেয়েছে এই পড়ুয়া। সব মিলিয়ে বংশীবেনের প্রাপ্ত নম্বর ৯৬৫।
খবর ছড়াতেই বেশ ভালোই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই সাথে বংশীবেনের মার্কশিটের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই বংশীবেনের বাবা মনীশ কাটারা স্কুলের অধ্যক্ষকে বিষয়টি জানান। মার্কশিটে এতবড় ভুল দেখে খানিক লজ্জাতেই পড়ে যায় স্কুল কর্তৃপক্ষ। এরপরই নতুন মার্কশিট দেওয়া হয় ঐ পড়ুয়াকে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…