সোমালিয়ায় রাষ্ট্রপতি ভবনের বাইরে আত্মঘাতী হামলা! গুরুতর আহত সাত নিরীহ নাগরিক

বাংলা হান্ট ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রাষ্ট্রপতি ভবনের বাইরে একটি গাড়িতে বড়সড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে এক আত্মঘাতী হামলাকারীর মৃত্যু হয় এবং সাতজন নাগরিক আহত হন।

মোগাদিশু পুলিশের মুখপাত্র আলী অদন বলেন, শনিবার সকালে গাড়ির চালককে থামতে বলা হয়েছিল, কিন্তু সে না মানায় পুলিশ গুলি চালাতে বাদ্য হয়। পুলিশের ফায়ারিংয়ে পথচারীরা এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তিনি জানান, প্রবল বিস্ফোরণে এক ডজনের বেশি গাড়ির ক্ষতি হয়েছে।

দেশে নির্বাচন কেমন ভাবে করানো হবে এই ইস্যুতে যখন সোমালিয়া উত্তাল, সেই সময় দেশের রাষ্ট্রপতি ভবনের সামনে এত বড় বিস্ফোরণ ঘটে গেল। অনেকেই জানান যে, রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল্লাহি জনাদেশের অনেক বেশি সময় ধরে পদে রয়েছেন। তিনি আরও চার বছর পদে বসে থাকতে চান।

সোমালিয়ায় আল-কায়দার সঙ্গে জড়িত জঙ্গি সংগঠন আল-শাবাবের জঙ্গিরা হামেশাই মোগাদিশুর গুরুত্বপূর্ণ জায়গা গুলোকে নিশানা বানায়। তাঁরা নির্বাচন পন্ড করার হুমকিও দিয়েছিল। যদিও, এই হামলার দায় এখনও কেউ নেয়নি বলে জানা যাচ্ছে।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর