বাংলাহান্ট ডেস্ক: ‘কাঁচা বাদাম’ নিয়ে উন্মাদনা এখনো অব্যাহত রয়েছে। বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের (bhuban badyakar) নিজের লেখা ও গাওয়া গান যে এত ভাইরাল (viral video) হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি খোদ স্রষ্টা। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল ‘কাঁচা বাদাম’ এর সুরে। এমনকি বিদেশিরাও মজেছিলেন ভুবনের গাওয়া ভাইরাল গানে।
এখন উন্মাদনা কিছুটা স্তিমিত হলেও পুরোপুরি যে থেমে যায়নি তা প্রমাণ হল সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ভিডিওতে। আট থেকে আশিকে নাচিয়ে ছেড়েছেন ভুবন বাদ্যকর। কচিকাঁচাদের মুখে মুখেও ঘুরছে ‘কাঁচা বাদাম’। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে এক মিষ্টি খুদে ‘কাঁচা বাদাম’ এর সঙ্গে গলা মিলিয়েছে। আধো আধো কথাতেই চিৎকার করে গাইছে সে।
খুদের কাণ্ড দেখে হেসে কুটিপাটি নেটনাগরিকরা। বিশেষ করে তার সুর করে ‘উঁ’ বলার স্টাইল বেশ মনে ধরেছে নেটপাড়াবাসীর। মিষ্টি একরত্তিকে আদরে আদরে ভরিয়ে দিয়েছেন সকলে। তবে এর মাঝেও কয়েকজন পরামর্শ দিয়েছেন, শিশুদের এখন থেকেই মোবাইল বা আধুনিকতার সঙ্গে জড়িয়ে না দিয়ে তাদের স্বাভাবিক শৈশবটা উপভোগ করতে দিলেই ভাল হয়।
‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, কয়েক লাইন গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে গিয়েছিলেন ভুবন বাদ্যকর। তবে তাঁর আসল নাম ভুলে নেটমাধ্যমে ‘বাদাম কাকু’ বলেই বেশি পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর ভাইরাল গানের সুরে মজে আপামর নেটবাসী।
https://www.facebook.com/100052366673226/posts/464368368652048/
পেশায় বাদাম বিক্রেতা ভুবন। নিজের সুবিধার জন্যই বেঁধেছিলেন এই গান। বাইকে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া গান শুনে এগিয়ে আসতেন অনেকে। সে গান যে কীভাবে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল তা বোঝার সাধ্যি নেই কারোর। কিন্তু যে হারে ভুবন বাদ্যকরেরের গান রিমিক্স হতে শুরু করে তাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।
ভুবন অভিযোগ করেছিলেন তিনি ভাইরাল হয়ে যাওয়ার পর আর কেউ আসত না বাদাম কিনতে। উপরন্তু তাঁর বানানো গান রিমিক্স করে দু হাতে টাকা কামাচ্ছিলেন ইউটিউবারর। অথচ তাঁর জোটেনি নয়া পয়সাও। পুলিসে অভিযোগ দায়েরের পরেই দৌরাত্ম্য কিছুটা কমে। পাশাপাশি স্যান্ডি সাহা, বিধায়ক মদন মিত্রের দৌলতে আরো বাড়ে ভুবনের জনপ্রিয়তা।