রক্তাক্ত পাকিস্তান! ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ চত্বর, হতাহতের সংখ্যা বহু

Published On:

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানে (Pakistan) উলটাপূরাণ! এতদিন দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর হামলা হত, ভাঙা হত মন্দির, চার্চ। আর এবার হামলা মসজিদে। বড়সড় বিষ্ফোরণ ঘটানো হয়েছে কোয়েটায় একটি মসজিদের সামনে। এই ঘটনায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে খবর।

গত কয়েক বছর ধরেই আতঙ্কবাদীদের দৌরাত্ম্যে জেরবার পাকিস্তান। এককালে যে পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করত আজ সেই পাকিস্তানই সন্ত্রাসীদের ভয়ে জবুথবু। দিনে দুপুরে চুরি, তাকাতি তো আছেই। সেই সাথে পুলিশ, প্রশাসনের উপর হামলাও কম হচ্ছেনা দেশটিতে। সন্ত্রাসীদের দৌরাত্ম্যে চিনা কোম্পানিও তাদের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে পাক মাটিতে।

আর এবার খবর মিলল, গত সোমবার পাকিস্তানের কোয়েটায় একটি মসজিদের কাছে বিস্ফোরণ ঘটেছে‌। এই বিস্ফোরণে একজন পুলিশ নিহত এবং ১২ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ নিরাপত্তাকর্মীও রয়েছেন। বিষ্ফোরণের পর তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।

আরও পড়ুন: CSK-র কাছে পর্যদুস্ত কলকাতা! এই পাঁচ কারণে থামল KKR-র বিজয়রথ

এআরওয়াই নিউজ জানিয়েছে, দূর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পাকিস্তানের পুলিশ প্রশাসন। ঠিক কী কারণে এই বিষ্ফোরণটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এটি নিছক দুর্ঘটনা না হয়ে পরিকল্পনামাফিক হামলাও হতে পারে বলে ধারণা পাক পুলিশের।

pakistan

এটিই প্রথম বিস্ফোরণের ঘটনা নয় : এই এলাকায় এমন বিস্ফোরণ এটাই প্রথম নয়। বিগত কয়েক বছরে এই প্রদেশে ক্রমাগত বেড়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। গত ফেব্রুয়ারিতেও বেলুচিস্তানের পিশিন এলাকায় একটি রাজনৈতিক দলের অফিসের বাইরে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। তার আগে বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহতে JUI-F নির্বাচনী অফিসের কাছে বিস্ফোরণে কমপক্ষে ১২জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর সামনে এসেছিল।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X