বাংলা হান্ট ডেস্ক: এবার ফের মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) উদ্দেশ্য করে সামনে এল হুমকি চিঠি। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার গোয়ালিয়রে অচলেশ্বর মহাদেবের দান বাক্স খোলার সময় দান বাক্সে মুকেশ ধীরুভাই আম্বানির উদ্দেশ্যে একটি হুমকি চিঠি পাওয়া যায়।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) উদ্দেশ্যে হুমকি চিঠি:
দান বাক্সে যখন অর্থের পরিমাণ গণনা করা হচ্ছিল তখন একটি স্ট্যাম্পে লেখা ছিল যে “আমার পরবর্তী টার্গেট মুকেশ ধীরুভাই আম্বানি (Mukesh Ambani)।” স্ট্যাম্পে একটি ঠিকানাও লেখা রয়েছে। যাতে লেখা রয়েছে বালাজি বিহার গুড়ি গুড়া কা নাকা, কাম্পু গোয়ালিয়রের বাসিন্দা রামেশ্বর দয়াল শর্মার ছেলে মনোজ শর্মা।
এদিকে, এই স্ট্যাম্প পাওয়ার পরে মন্দির কর্তৃপক্ষ তা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অচলেশ্বর মহাদেব মন্দিরের দান বাক্স থেকে ভক্তদের বেশ কিছু চিঠিও পাওয়া গিয়েছে। যেখানে ভগবানের কাছে আর্জি জানানো হয়েছে। একজন ভক্ত লিখেছেন, “আমার তিন হাজার টাকা দরকার। আমি এই টাকা হারিয়েছি, দয়া করে আমার জন্য এটির ব্যবস্থা করুন।” এছাড়া পারিবারিক সমস্যা সংক্রান্ত চিঠিপত্র রয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই বড় অ্যাকশন নিল LIC! জারি করা হল এই নির্দেশ
জানিয়ে রাখি, অচলেশ্বর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এন কে মোদীর নির্দেশে ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মচারীরা মন্দিরে স্থাপিত ১৪ টি দান বাক্সের তালা খোলেন। গণনার জন্য, প্রথমে নোটগুলিকে বান্ডিল করা হয় এবং তারপরে নোটগুলি গণনা করা হয়। মন্দিরের ব্যবস্থাপক বীরেন্দ্র শর্মা জানান, চলতি মাসে ৬ লক্ষ ৫৩ হাজার ৪৫০ টাকা পাওয়া গিয়েছে। এদিকে, মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হুমকি দেওয়া ওই স্ট্যাম্পটি পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মুকেশ আম্বানি (Mukesh Ambani) বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। বর্তমানে তিনি ভারত এবং সমগ্র এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। এমতাবস্থায়, তাঁর উদ্দেশ্যে আসা এহেন হুমকি চিঠি রীতিমতোই চিন্তা বাড়িয়েছে সবার। বিষয়টির পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্তদেরও খোঁজ চলছে।